Home Featured Roopa-Kunal: বৈঠকে কুণাল-রূপা, তাহলে কী দল বদলের সম্ভাবনা?  

Roopa-Kunal: বৈঠকে কুণাল-রূপা, তাহলে কী দল বদলের সম্ভাবনা?  

by Anamika Nandi
Roopa-Kunal: বৈঠকে কুণাল-রূপা, তাহলে কী দল বদলের সম্ভাবনা?  

মহানগর ডেস্ক: প্রাক্তন বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক কুণাল ঘোষের (Kunal Ghosh)। তাহলে কী বাবুলের পর তৃণমূলের পথে রূপা (Roopa Ganguly)? জল্পনা তুঙ্গে। তবে বৈঠকের বিষয় কী, সে সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। একদিকে সোমবার রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এদিকে মঙ্গলবার কুণাল ঘোষ ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের মধ্যেকার সাক্ষাৎ নতুন করে উসকে দিয়েছে জল্পনা। যদিও বা বিজেপি নেত্রীর বক্তব্য, বৈঠক করা মানেই কী দল বদল!

প্রায় সময়ই নানা কারণে তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যার কারণে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে গেরুয়া শিবিরের এই নেত্রীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “রাজনীতিতে না এলে জানতে পারতাম না যে, কত অযথা সময় নষ্ট করে মানুষ”। তারপর মঙ্গলবার কুণাল ঘোষের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে রুপা গঙ্গোপাধ্যায়কে। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ কথা হয়েছে দুই রাজনৈতিক দলের নেতা-নেত্রীর। বিশেষজ্ঞদের প্রশ্ন, তবে কী ঘাসফুল শিবিরে যাচ্ছেন রূপা গাঙ্গুলী?

প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “উনি আমার দিদির মতো। দেখা হওয়ায় স্বাভাবিকভাবেই কথাবার্তা হয়েছে। তবে সেখানে নেহাতই সৌজন্যমূলক কথা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই”। কুণাল ঘোষের বক্তব্য, এই সাক্ষাতের সঙ্গে দয়া করে রাজনীতিকে জুড়বেন না। অন্যদিকে কুণালবাবুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিজেপি নেত্রী। তাঁর বক্তব্য, নানা সময়ে নানা বিষয় নিয়ে কুণাল বাবুকে জিজ্ঞাসা করলে, তার উত্তর পেয়েছি। কিন্তু এসবের মাঝে তাঁদের বৈঠককে ঘিরে রাজনীতির মহলে জল্পনা তুঙ্গে। ২১ জুলাইয়ের মঞ্চে কী তৃণমূলে যোগ দেবেন রুপা?

You may also like