মহানগর ডেস্কঃ কুৎসা, কাদা ছোঁড়াছুড়ি এসব এখন অতীত। কিন্তু বিরোধীপক্ষকে জব্দ করায় নাছোড়বান্দা এই রাজ্যের শাসকদল। তাই অগত্যা একটু আলাদা পথে হাঁটা। অহিংস নীতি অথচ তাতে বিরোধীপক্ষের জ্বলুনি আরও বাড়বে বৈ কমবে না। এবার সরাসরি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এমনই এক অভিনব কর্মসূচী ঘোষণা করলেন রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। সম্প্রতি শুভেন্দুর গড় বলে খ্যাত পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সংগঠন দেখার দায়িত্ব পান কুণাল। তারপর থেকেই বিভিন্ন কর্মসূচী নিয়ে চলেছেন তিনি। তবে এবারের কর্মসূচী অন্যগুলোর থেকে আলাদা অনেকটাই।
রবিবার সন্ধ্যায় কুণাল ঘোষ ঘোষণা করেন, সোমবার থেকে দলের কর্মীরা রোজ একটি করে গোলাপ ফুল পাঠানো হবে শুভেন্দু অধিকারীর কাছে। শুধু ফুলই নয়। ফুলের সঙ্গে থকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি করে ছবিও। একসময়ে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সংঘাত শুরু হয়ে যায়। এরপরে দল ছাড়ার পরে গত বিধানসভা ভোটে সেই দ্বন্দ্ব আরও তীব্র আকার নেয়। সেই বিরোধকেই এবার ঠাণ্ডা লড়াইয়ে পরিণত করতে চাওয়া রাজ্যের শাসক দলের তরফে।
রবিবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ দাবি করেন, বিরোধী দলনেতা অভিষেক ফোবিয়ায় ভুগছেন। তাঁর মানসিক সুস্থতা কামনা করে বাড়িতে গোলাপ পাঠাবেন তৃণমূলের ছাত্র এবং যুব কর্মীরা। সঙ্গে ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি করে ছবিও পাঠানো হবে। পাশাপাশি কুণাল ঘোষ এদিন আরও জানান, শুভেন্দুকে এত পরিমাণে অভিষেকের ছবি পাঠানো হবে যে বাঁয়ে-ডায়ে এমনকি আয়নার সামনে দাঁড়ালেও শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে পাবেন তিনি।
এদিকে রবিবার সন্ধেবেলা শুভেন্দু অধিকারী একটি টুইটে দাবি করেন, কলকাতার একটি হোটেলে মহা ধুমধাম করে অভিষেকের ছেলের জন্মদিন অনুষ্ঠান হচ্ছে। তৃণমূলের তরফে ঘোষণা করা হয় ওই অনুষ্ঠান আসলে ডায়মন্ড হারবার ক্লাবের অনুষ্ঠান। একই দাবি করে নিজের সোশ্যাল মিডিয়ার পেজেও এই ছবি শেয়ার করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এমন অভিনব কর্মসূচী ঘোষণা করেন কুণাল ঘোষ। যদিও বিজেপির তরফে তৃণমূলের এই কর্মসূচিকে কোনওভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে না।