মহানগর ডেস্ক: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাওড়ার উদয়নারায়নপুর থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সর্বত্রই দেখা যাচ্ছে জলের বিধ্বংসী চেহারা। এরই মধ্যে গতকাল আকাশপথে রাজ্যের আটটি জেলায় বন্যা পরিস্থিতির পরিদর্শনে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই পরিস্থিতিকে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ ম্যান মেড বন্যা ‘ বললেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। এমনকি টুইট করেও বেনজির আক্রমণ শানিয়েছেন মমতার বিরুদ্ধে। তিনি টুইট করে লিখেছেন, ‘ সবজান্তা ম্যাডাম ম্যান মেড বন্যার তত্ত্ব শোনাচ্ছেন। অন্যদিকে জলের স্রোতের সূচক হিসেবে কিউসেকের জায়গায় ‘ মেট্রিক টন ‘ ব্যবহার করছেন।’
মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি কে নিশানা করে বলেন, “ডিভিসি যেইভাবে জল ছাড়ছে তা আদতে একটা ক্রাইম। আসানসোলেও ৩৫০ মি.মি. এর বেশি বৃষ্টি হয়েছে সেখানে তো এরকম জল জমেনি। এইভাবে না বলে কয়ে জল ছাড়ার আমরা তীব্র বিরোধিতা করছি। আমি প্রধানমন্ত্রীকে বলব প্লিজ টেক কেয়ার অফ দিস!” তবে শুভেন্দু অধিকারী বারংবার এই বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে তোপ দেগেছেন। তিনি বলেছিলেন, ‘ আমি সেচ দফতরে ছিলাম। তবে ডিভিসি জল ছাড়ার সিদ্ধান্ত একা নেয় না। কমিটিতে সেচ দফতরের সচিব, চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্টার্ন থাকেন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই ,প্রথম বন্যাতে খানাকুল, আরামবাগ, পুড়শুড়া ভেসে যাওয়ার পরও বাঁধ মেরামত করেননি কেন?’
এরপরই গতকাল শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করে কড়া ভাষায় খোঁচা দিয়ে একটি টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “বেইমান, কুলাঙ্গার, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, মেরুদন্ডহীন, কাপুরুষ। যার দয়ায় নিজের আর গোটা পরিবারের রাজনৈতিক অস্তিত্ব, সাংসদ, বিধায়ক, পুরসভা, দল ও প্রশাসনে নানা পদ; আজ সিবিআই – ইডি থেকে বাঁচতে বিজেপির পা চেটে বড় বড় কথা? দেউলিয়া বিজেপির ধান্দাবাজ পরজীবী মুখ।”