মহানগর ডেস্কঃ প্রতি বছরের মত কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়িতে সাড়ম্বরে পালিত হল কালীপুজো। সোমবার পুজোর সকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুজোর প্রস্তুতিতে দেখা যায়। কখনও ভোগ রান্না, কখনও পুজোর গোছগাছ আবার কখনও বাড়িতে অভ্যাগত অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে। তিনি পুজোর অঞ্জলিতেও অংশ নিয়েছেন সোমবার। দু বছরের করোনার অতিমারী। সেই অতিমারী কাটিয়ে গোটা বিশ্ব যখন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে, তখন গোটা বাঙালি জাতি এই উৎসবের মরশুমে মাতোয়ারা।
মুখ্যমন্ত্রীর নিজের বাড়ির কালী পুজোয় কালিঘাটের বাড়িতে রীতিমত চাঁদের হাট। তাবড় তাবড় নেতা মন্ত্রী তো আছেনই। সঙ্গে ছিলেন সস্ত্রীক রাজ্যের রাজ্যপাল লা গনেশন। সোমবার ওই বাড়িতে পৌঁছে রীতিমত বিস্মিত হন রাজ্যপাল। তিনি মুখ্যমন্ত্রীর ছোট আস্তানা দেখে জিজ্ঞেস করেন, কী করে এত ছোট জায়গায় মুখ্যমন্ত্রী থাকেন?
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জাভেদ খান, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শান্তনু সেন, শুভাপ্রসন্ন মজুমদার। পাশাপাশি ছিলেন মুখ্যসচিব, রাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সচিব নন্দিনী মুখোপাধ্যায়, শশী পাঁজা, অপরূপা পোদ্দার, ব্রাত্য বসু, নুসরত জাহান, দোলা সেন, মালা রায়, জুন মালিয়া, দেবাশিস কুমার প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সদ্য চোখ অপারেশন করিয়ে তিনি মার্কিন মুলুক থেকে উপস্থিত হয়েছেন পুজোয়। চিকিৎসকের পরামর্শ মত তাঁর চোখে কালো চশমা। একইসঙ্গে এদিন চোখের সতর্কতার জন্যই তাঁকে যজ্ঞে অংশ নিতে দেখা যায়নি।