Home Featured Nupur Sharma: ‘লক্ষণরেখা যথেষ্ট হয়েছে’, নূপুরকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যের সমালোচনায় বিচারপতিরা

Nupur Sharma: ‘লক্ষণরেখা যথেষ্ট হয়েছে’, নূপুরকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যের সমালোচনায় বিচারপতিরা

by Anamika Nandi
Nupur Sharma: 'লক্ষণরেখা যথেষ্ট হয়েছে', নূপুরকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যের সমালোচনায় বিচারপতিরা

মহানগর ডেস্ক: পয়গম্বর বিতর্কে ১৫ জন প্রাক্তন বিচারক, ৭৭ জন প্রাক্তন আমলা এবং সশস্ত্র বাহিনীর ২৫ জন অবসরপ্রাপ্ত অফিসার বিজেপির প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) মন্তব্যের সমালোচনা করেছেন। নূপুর শর্মাকে নিয়ে শীর্ষ আদালতের ২ বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, “দেশে যা ঘটছে তার জন্য এককভাবে দায়ী তিনি”। শীর্ষ আদালতের এই মন্তব্যের সমালোচনা করে খোলা চিঠি লিখেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সহ আমলা ও সশস্ত্র বাহিনীর আধিকারিকেরা।

তাঁদের কথায়, “লক্ষণরেখা অতিক্রম হয়েছে”।অবসরপ্রাপ্ত বিচারপতিরা খোলা চিঠিতে জানিয়েছেন, বিচার ব্যবস্থার ইতিহাস খুঁজলে দেখা যাবে অতীতেও বহু দুর্ভাগ্যজনক এই ধরনের মন্তব্য রয়েছে। গণতন্ত্রের বিচার ব্যবস্থায় এগুলো কখনও মুছবে না। দেশের সুরক্ষার জন্য এটি সংশোধনের প্রয়োজন। বিজেপির প্রাক্তন নেত্রীকে শীর্ষ আদালতের ২ বিচারপতির মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নজিরবিহীন’। তাাঁরা যা বলেছেন, তা বিচার বিভাগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।

আরও পড়ুন : ডিউটি চলাকালীন ব্যবহার করা যাবেনা ফোন,মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়াতে কড়া সিদ্ধান্ত

প্রসঙ্গত, মিসেস শর্মার আবেদনের শুনানিতে বিচারপতি পারদিওয়ালা এবং সূর্যকান্ত বেশ কিছু মন্তব্য করেন। যার পরেই নেটমাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছে। অনেকের মতে, সুপ্রিম কোর্টের যে বেঞ্চ বিজেপির প্রাক্তন নেত্রীকে নিয়ে মন্তব্য করেছেন তা ঘৃণ্য। প্রসঙ্গে, সূর্যকান্ত অনুষ্ঠানে বলেন, রায়ের কারণে বিচারপতিদের উপর আক্রমণের ঘটনা ভয়ঙ্কর। এদিকে চিঠিতে ১১৭ জন স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বোম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ক্ষিতিজ ব্যাস, গুজরাট হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস এম সোনি, রাজস্থান হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আরএস রাঠোর এবং প্রশান্ত আগরওয়াল ও দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস এন ধিংরা।

সেইসঙ্গে নাম রয়েছে প্রাক্তন আইএএস অফিসার আর এস গোপালন এবং এস কৃষ্ণ কুমার, প্রাক্তন শীর্ষ পুলিশ অফিসার এসপি বৈদ এবং পিসি ডোগরা, লেফটেন্যান্ট জেনারেল ভিকে চতুর্বেদী এবং অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এসপি সিং। তাঁদের কথায়, বিচারকদের মন্তব্যের কারণে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে।

You may also like