মহানগর ডেস্ক: জনপ্রিয় হলিউড ক্লাসিক ফরেস্ট গাম্পের অনুকরনে লাল সিং চাড্ডা বানিয়েছেন আমির খান। তবে সেই ছবি-ভারতীয় দর্শকদের একেবারেই টানতে পারেনি হল পর্যন্ত। এমনকি বক্স অফিসের দিকে নজর রাখলেও দেখা যাচ্ছে চূড়ান্ত ভরাডুবি। যদিও ভারতের বাইরে ছবি ভালোই ব্যবসা করেছে। বিদেশি দর্শকদের ভালোই নজর কেড়েছেন আমির। তবে জানেন কি এই ছবি তৈরি করুক আমির এমনটা মোটেই চাননি কিরণ। এমনকি বহুবার সাবধান পর্যন্ত করেছিলেন সেই নিয়ে।
পাঞ্জাবি চরিত্রে অভিনয়ের জন্য প্রায় আট মাস ধরে পাঞ্জাবি ভাষা শিখেছিলেন আমির। যদি পর্দায় বোঝা না যায় পাঞ্জাবি ভাষার সঙ্গে কোন দিনই প্রত্যক্ষভাবে যুক্ত নয় আমির। এমনকি ভাষা নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে যেন কোন ক্ষোভ না থাকে সেই জন্যও মন দিয়ে শিখেছিলেন পাঞ্জাবি ভাষা। আর ঠিক এখানেই সংশয় ছিল কিরণের। এক ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে আমির খান একেবারে পাঞ্জাবি ভাষাতে কথা বলছেন। পেছন থেকে কিরণকে বলতে শোনা গিয়েছে,’ এটা পাঞ্জাবি ছবি নয় হিন্দি ছবি, কিছু পাঞ্জাবি শব্দ কেটে বাদ দাও। না হলে হিন্দি দর্শক বুঝতে পারবেন না’। একইভাবে ভিডিওর আরেকটি অংশ দেখা যাচ্ছে যেখানে আমিরের হাই ওয়েস্ট প্যান্ট পরা নিয়ে আপত্তি ছিল কিরণের। সেটা নিয়ম মন্তব্য করেছেন তিনি। জানিয়েছিলেন এমন জিনিস দর্শক পছন্দ করবে না। তবে আমির বা পরিচালক কেউই কিরণের সেই কথা শোনেননি। যার ফলস্বরূপ দেখা গিয়েছিল বলিউডে ভরাডুবি লাল সিং চাড্ডা।
উদ্ভিদ চন্দন পরিচালিত এই ছবিতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর খান,মোনা সিং ও নাগা চৈতন্য। উল্লেখ্য এই ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন নাগা।