Home Featured Lalu Prasad Yadav: গুরুতর আহত লালুজি, ভর্তি করা হল হাসপাতালে

Lalu Prasad Yadav: গুরুতর আহত লালুজি, ভর্তি করা হল হাসপাতালে

by Anamika Nandi
Lalu Prasad Yadav: গুরুতর আহত লালুজি, ভর্তি করা হল হাসপাতালে

মহানগর ডেস্ক: সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যাপক চোট পেয়েছেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। সূত্র অনুযায়ী, রবিবার আচমকাই পড়ে গিয়ে কাঁধ ও পিঠে চোট পেয়েছেন RJD সভাপতি। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে, পাটনার পারস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, তাঁর কাঁধের হারে হেয়ারলাইন ফ্যাকচার হয়েছে। দু’মাসের বেড রেস্টের পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে পাটনার রাবড়ি দেবীর সরকারি বাসভবন ১০ সার্কুলার রোডে থাকছেন বর্ষীয়ান নেতা। দলীয় সূত্রে, সেখানে সিঁড়ি দিয়ে নামার সময় তাল রাখতে না পেরে, পড়ে যান তিনি। কাঁধ ও পিঠের পাশাপাশি কোমরেও চোট পেয়েছেন। তবে আরজেডি নেতৃত্ব জানিয়েছে, এখন ভালো আছেন লালুজি। আপাতত বিশ্রাম নিচ্ছেন। কিন্তু তাও তাঁর পড়ে যাওয়ায় কিছুটা উদ্বিগ্ন দলের কর্মীরা।

আরও পড়ুন : ‘দুয়ারে সরকারের’ আদলে এবার ‘গ্রামে বিধায়ক’,সুবিধা পাবেন কারা?

উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরেই শারীরিক অবস্থা ভালো নেই আরজেডি সভাপতির। ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ, কিডনিতে পাথর, স্ট্রেস, থ্যালাসেমিয়া সহ মস্তিষ্ক সংক্রান্ত রোগে দুর্বল হয়ে পড়েছেন লালুজি। সবচেয়ে বেশি ভুগছেন কিডনির রোগে। ডান কাঁধের হাড়েও সমস্যা রয়েছে বলে, জানা গিয়েছে। অন্যদিকে পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। দু’মাস আগেই মুক্তি পেয়েছেন জামিনে। আর তার মাঝে এরম অঘটন ঘটে গিয়েছে।

You may also like