মহানগর ডেস্কঃ অতিমারি আবহে বহু ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের। কিছু মুহূর্ত দাগ কেটে যায় মনের গভীরে। সম্প্রতি এমনই এক ঘটনার অভিজ্ঞতা হল অ্যাপেলোর নার্স দীপশিখা ঘোষের।
অতিমারির শুরু থেকেই করোনা রোগীদের নিয়ে কাজ করে আসছেন দীপশিখা৷ কোনও রোগীর বিদায় বেলায় একাধিকবার তিনি করেছেন ভিডিও কল। রোগী যাতে পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলতে পারেন তাই এই ব্যবস্থা। বুধবারও এমনই একটি ভিডিও কল করেছিলেন তিনি। মৃত্যু শয্যায় শুয়েছিলেন ৪৭ বছরের একজন মা। ফোনের ওপারে ছিলেন বছর ২৫-এর ছেলে।
মা কেমন আছে জানতে চেয়েছিলেন ছেলে। যার কিছু পর ১৯৭৩ সালের কিশোর কুমারের একটি গান গেয়ে ওঠেন বছর ২৫-এর ওই যুবক- ‘আ গালে লাগ যা…’।
সেদিনের মতো শিফট শেষ হয়ে আসছিল দীপশিখার। যুবক তখন তাঁকে অনুরোধ করেছিলেন এর কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। ভিডিও কলে মা-কে আরও কিছু বলার রয়েছে তার। হলফ করে বলা যায়, এই কিছুক্ষণ সময় আজীবন মনে রাখবেন দীপশিখা। গিটারের কর্ডে শব্দ তুলে ছেলেটি গাইলেন- ‘তেরা মুঝসে হ্যায় পেহলা কা নাতা কোই…’।