মহানগর ডেস্কঃ চলতি মাসের ১ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচিতে একাধিক প্রকল্পের মত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও নতুন আবেদন বা তথ্যের সংশোধন করা যাচ্ছে। তাই যাঁদের নাম এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়নি, অথবা আবেদনে কোনও ত্রুটি থাকার কারণে যারা এখনও এই প্রকল্পের টাকা পাননি, তাঁরা ফের নাম তোলার বা তথ্যগত ত্রুটি সংশোধনের সুযোগ পাবেন। রাজ্যজুড়ে ২ হাজারের বেশি দুয়ারে সরকার ক্যাম্পে এই সুযোগ দেওয়া পাওয়া যাচ্ছে।
গোটা রাজ্যে প্রায় ১ কোটি ৬৯ লক্ষের বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মারফত সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন। সরকারের তরফে জানানো হয়েছে, নব বিবাহিতরাও প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা দিয়ে এই প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবেন।
এই প্রকল্পের স্কিম অনুযায়ী যেসকল মহিলা নিজে বা তাঁর পরিবারের কোনও সদস্য সরকারি কোনও পদের আওতায় নেই, তাঁরাই এই আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে জেনারেল কাস্টের আওতায় থাকা মহিলারা প্রতি মাসে ৭০০ টাকা আর্থিক সহায়তা পান। পাশাপাশি সংখ্যালঘু অর্থাৎ তফশিলী জাতি – উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা আর্থিক সহায়তা পান।
এই প্রকল্পের টাকা ব্যঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে জমা হচ্ছে কিনা তা অনলাইনেও খুব অল্প সময়েই জেনে নেওয়া যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in –এ গিয়ে প্রাপকেরা ঘরে বসেই নিজেদের আবেদনের স্টেটাস এবং অর্থ প্রদানের স্টেটাস পরীক্ষা করে দেখতে পারেন।