Home Featured Raghuram Rajan: জেনেশুনে ‘বেকার সমস্যা’ এড়িয়ে যাচ্ছেন নেতা-মন্ত্রীরা, রাজনের অভিযোগ

Raghuram Rajan: জেনেশুনে ‘বেকার সমস্যা’ এড়িয়ে যাচ্ছেন নেতা-মন্ত্রীরা, রাজনের অভিযোগ

by Anamika Nandi

মহানগর ডেস্ক: দেশে বেকারত্বের‌ হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থানের হাল খারাপ। প্রসঙ্গে মুখ খুলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan)। তাঁর কথায়, ‘ভারতে বেকারত্বের হার যদি বেশি থাকে তবে সুযোগ নেবে উদ্যমী রাজনীতিবিদরা। কর্মসংস্থানের মতো সমস্যা থেকে মুখ ফিরিয়ে ধর্মীয় বিভাজনের রাজনীতি করবে তারা’।

প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বলেছেন, বেকারত্বই দেশের সবচেয়ে বড় বিপদ। সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, “বেকারত্বের হার বেশি থাকলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য আরও বৈষম্য এবং বিভাজন তৈরি হয়। এই সুযোগকে পরবর্তীতে কাজে লাগায় উদ্যমী রাজনীতিবিদরা। যাঁরা বিভাজনের রাজনীতি করে তাঁরা বলেন, আসুন আমরা এই সাবেক হিন্দু মন্দিরগুলি পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করি। এখন যেখানে মসজিদ রয়েছে”।

আরও পড়ুন: ফের জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিবের, থাকবেন জেলাশাসকেরা

রাজনের কথায়, কর্মসংস্থানের বৃদ্ধিকে এড়িয়ে রাজনীতিবিদরা মন দিচ্ছে ধর্মীয় বিভাজনের রাজনীতিতে। তাঁর মতে, বর্তমানে ভারতের একটি শক্তিশালী টেকসই এবং ন্যায়সঙ্গত বৃদ্ধির পরিকল্পনা দরকার। এমন ভাবনার প্রয়োজন যা নারী ও মুসলিম সংখ্যালঘুদের একত্রিত করবে এবং তাদের আর্থিক উন্নয়নের পথকে আরও প্রশস্ত করবে। অন্যদিকে তাঁর বক্তব্য, করোনা মহামারীর সংকটময় পরিস্থিতি পেরিয়ে ভারত খুব একটা খারাপ জায়গায় নেই।

সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, ভবিষ্যতে ভারতের অবস্থা শ্রীলঙ্কার মতোই হতে চলেছে। বর্তমানে সেই পরিস্থিতি তৈরী না হলেও, ভবিষ্যতে হাল বেহাল হবে এদেশের। বাড়ছে মুদ্রাস্ফীতি। সেইসঙ্গে বেড়ে চলেছে বেকারত্বের হার। আর এই পরিস্থিতিতে মন্দির-মসজিদ বিতর্ককে ঘিরে রাজনীতি করছে নেতারা। এদিকে রঘুরাম রাজনের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।

You may also like