নিজস্ব প্রতিনিধি, নদিয়া: স্বাস্থ্য সাথী কার্ডে (Swasthya Sathi Card) বিনামূল্যে চিকিৎসা সম্পর্কে মাঝে মধ্যে উঠে আসে অসহযোগিতার কথা। যারা সুফল পাচ্ছেন তাদের কথা অনুযায়ী সঠিক পদ্ধতি মেনে চললে কোনও সমস্যা হয় না। নদিয়ার (Nadia) শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় সম্প্রতি দুজন রোগী প্রথম সারির নার্সিংহোম থেকে ওপেন হার্ট অপারেশন করিয়ে এমনটাই জানালেন আমাদের।
নিরঞ্জন দাস পেশায় মুদি দোকান চালান, হার্টের সমস্যায় অপারেশনের খরচ বাবদ ৩ লক্ষ ৬০ হাজার টাকার শরণাপন্ন হন পঞ্চায়েত সদস্য গৌতম দাসের কাছে। তিনি সবরকম বন্দোবস্ত করে দেওয়ার পর, একটি প্রথম সারির নার্সিংহোম থেকে বিনামূল্যে অপরেশন করিয়ে সুস্থ হয়ে ফেরেন বাড়িতে। তিনি বলেন, স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে রক্ষা হত না ভিটেমাটি, প্রাণ বাঁচানোও দুষ্কর হয়ে দাঁড়াতো।
আরও পড়ুন, কিং খানের নয়া ধামাকা, ক্যারিয়ারের ৩০ বছরে পা দিয়েই সামনে আনলেন পাঠানের পোস্টার
গোবিন্দপুর বিবেকানন্দ নগরের বাসিন্দা শুক্লা মন্ডলের শ্বাসকষ্ট জনিত সমস্যার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং ঔষধপত্র বাবদ কৃষ্ণনগরের একটি নার্সিংহোমে ১৯ হাজার ৮০০ টাকা পরিশোধ করেছে স্বাস্থ্য সাথী কার্ড। পরবর্তীতে আবারও ঢাকুরিয়া আমরি হাসপাতালে ওপেন হার্ট অপারেশন এবং ভালভ বদল বাবদ ১ লক্ষ ৭৭ হাজার টাকা চিকিৎসা বাবদ লাগেনি এক পয়সাও। শুক্লা দেবীর স্বামী জগদিশ মণ্ডল বলেন, বাবলা অঞ্চলের যুব সভাপতি সঞ্জীব পাল দুয়ারে সরকার থেকে স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যাবতীয় যোগাযোগ করিয়ে দিয়েছেন। তবে যারা অভিযোগ করেন তারা হয়ত ঠিক মতন পথে নির্দিষ্ট জায়গায় আবেদন করতে পারেন না তাই।
যদিও এর আগে একাধিকবার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অভিযোগ তুলেছিল রাজ্যের হাসপাতালগুলো।