মহানগর ডেস্ক: সর-তন-সে-জুদা। অর্থাৎ তলোয়ারের কোপে গলা কেটে উড়িয়ে দেওয়া। সেই হাড় হিম করা হুমকি (Life Threat Letter)। নবীকে নিয়ে নূপুর শর্মার আপত্তিকর পোস্ট (Suspended BJP Leader Nupur Sharma) সমর্থন করার পর রাজস্থানের উদয়পুরে দরজি কানাইয়ালালের ধড় থেকে মুন্ডু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর উত্তাল হয়েছিল সারা দেশ (Udaipur Killing)। এরপরও কিছুদিন আগে সেই রাজস্থানের যোধপুরে একটি ধর্মীয় শোভাযাত্রায় স্লোগান দেওয়া হয়েছিল সর-তন-সে জুদা। স্লোগান শোনা গিয়েছিল যোগীরাজ্যেও। আমেথিতে এই স্লোগান দেওয়ায় দুই নাবালক-সহ সাতজনকে গ্রেফতার করা হয়।
এবার আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সর-তন-সে–জুদার হুমকি পেলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকি। তাঁর নামে হুমকি চিঠি এসেছে নাগপুরের আরএসএস অফিসে। দু লাইনের চিঠিতে লেখা হয়েছে রসুল-এ-পাক কি শান মে সর তন সে জুদা। সঙ্গে আরএসএসের সভায় যোগ দেওয়া সিদ্দিকির দুটি ছবি। পুলিশের কাছে অভিযোগে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জানিয়েছেন, কয়েকদিন আগে আরএসএসের গুরু পূজন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাঁকে হুমকি চিঠি পাঠানো হয়েছে।
নাগপুরের সাক্কানদারা থানায় তিনি জানান, তাঁর শহরের ক্রুদ্ধ গোঁড়া মানুষ এই হুমকি চিঠি পাঠিয়েছে।তবে জানিয়েছেন, হুমকি চিঠি পেলেও তিনি একেবারেই ভয় পাচ্ছেন না। দেশ এবং সমাজের ভালোর জন্য তিনি তাঁর কাজ চালিয়ে যাবেন। এই স্লোগান প্রথম দেওয়া হয়েছিল পাকিস্তানে। সেখানে তেহরিক-ই-লাব্বাইকের অনুগামীরা এই স্লোগান দেয়। কিছুদিন আগে যোধপুরে এই স্লোগান দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। স্লোগান দেওয়া হয়েছিল আল্লা রসুল কা গোস্তাকি কা একহি সাজা, সর তন সে জুদা। এবার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতিকে সেই হাড়হিম করা হুমকি চিঠি দেওয়া হল।