মহানগর ডেস্ক: আজ মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩। ভারতীয় মতে চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে রাশিফল গণনা করা হয়। ইংরেজি মাধ্যমে রাশিফল গণনা করা হয় সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে। আজকের দিনটি আপনার কেমন যাবে? কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক।
বৃষ: মাথা ঠান্ডা থাকবে, সেই মতো সিদ্ধান্ত নিলে কর্মক্ষেত্রে-সম্পর্কে সাফল্য অর্জন করবেন। আদালতে জমি-সম্পত্তি সংক্রান্ত কোনও মামলায় জয় নিশ্চিত। যাত্রায় ব্যয় বৃদ্ধি।
মিথুন: অতিরিক্ত খরচে কম করতে হবে। সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে নিবিড় অন্তরঙ্গ সময় কাটাতে পারেন। প্রেম জীবনে সুসংবাদ। ব্যবসায় নতুন সুযোগ।
কর্কট: ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কাজ শেষ করার তাড়ায় উত্তেজিত হয়ে বেফাঁস কোনও মন্তব্য করবেন না। আয় অনুযায়ী ব্যয় করুন। মাথা ঠান্ডা রাখুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। বয়স্ক কারও পরামর্শ কাজে আসবে, জীবনের পরিকল্পনার রূপায়ণে ধৈর্য প্রয়োজন।
কন্যা: পরোপকারের ইচ্ছা জাগবে, যার ফলে কিছু অর্থ ব্যয় হবে। ইতিবাচক মনোভাব সব বাধা জয় করতে সাহায্য করবে।ব্যবসায়ীরা আত্মবিশ্বাসী হয়ে কাজ করলে সফল হবেন।
তুলা: ভাগ্যের ওপর কিছু কাজ ছেড়ে, অধিক লাভ হবে। কর্মক্ষেত্রে উন্নতির পক্ষে দিনটি বিশেষ ইতিবাচক, কোনও সুযোগই হাতছাড়া করা যাবে না। জাতকদের পড়াশোনার প্রতি রুচি বাড়বে।
বৃশ্চিক: বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। দীর্ঘ পরিশ্রমের পরে শান্তি পাবেন। গুরুত্বপূর্ণ কোনও খবর মন ভাল করে দিতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু: সরকারি ক্ষেত্রে সম্মান বৃদ্ধি। সরকার দ্বারা সম্মানিত হবেন। দিনটা অপছন্দের কাজে কাটতে পারে, তবে সন্ধ্যেটা অবশ্যই অনুকূলে থাকবে। শুভ কাজে অর্থ ব্যয় করবেন।
মকর: পূর্বপুরুষদের উপার্জিত অর্থ লাভ। আজকের দিনটি আবেগপ্রবণ হবে, তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যপক্ষে নজর রাখুন। যেচে কাউকে কোনও পরামর্শ দেবে না।
কুম্ভ: ব্যবসায় ধন বৃদ্ধির জন্য যে চেষ্টা, সাফল্য। ছোটখাটো সমস্যা-বিবাদ নিয়ে পড়ে না থেকে ঠান্ডা মাথায় কাজ করে যেতে হবে। কাউকে টাকা ধার দেবেন না।
মীন: জাতকদের ধন বৃদ্ধি হবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ। যা হয়, তা ভালর জন্যই- এই কথাটা মাথায় রেখে ইতিবাচক মনোভাব ধরে রাখতে হবে। শেয়ার বাজারে লগ্নি করুন, লাভ হবে।