সরষের তেল সব বাড়িতেই পাওয়া যায়।রান্নার কাজে সরষের তেল ছাড়া রান্নার স্বাদ কল্পনা করা যায় না।কিন্তু যদি এই সরষের তেল রূপচর্চায় ব্যাবহার করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই।আসুন জেনে নেওয়া যাক কি করে করতে হবে সরষের তেল দিয়ে রূপচর্চা।
সরষের তেল রুক্ষ শুষ্ক ত্বককে উজ্জ্বল ও মসৃন করতে ব্যাবহার করা হয়। ত্বক শুষ্ক হয়ে গেলে দেখতে ভালো লাগে না। কিন্তু এই সরষের তেল যদি ফেস প্যাক বা ফেস মাস্কের সাথে ব্যাবহার করা যেতে পারে তাহলে খুবই ভালো ফল দেয়।
শুধু ত্বকের জন্য নয় সরষের তেল চুলেও ব্যাবহার করা যেতে পারে। যাদের চুল ভালো নয় তারা সরষের তেল দিয়ে চুল ম্যাসাজ করতে পারে।
ত্বকের সবচেয়ে বড় সমস্যা হল ব্রণ এবং দাগছোপ। এছাড়াও ত্বকে দেখা যায় অ্যালার্জি। এই সরষের তেলের সাহায্যে এই সব রোগ প্রতিরোধ করা যেতে পারে।খুশকির সমস্যা দূর করতে এই সরষের তেলের জুড়ি মেলা ভার।
মাথায় চুলকানি কমতে সরষের তেলের ম্যাসাজ করলে চুলকুনি থেকে রেহাই পাওয়া যায়।ঠোঁটের আদ্রতা দূর করতে সরষের তেলের মত উপকারী আর কিছু নেই বললেই চলে।ঠোঁটের দাগছোপ দূর করতে সরষের তেলের জুড়ি মেলা যায় না।