মহানগর ডেস্ক : আজ ১১ সেপ্টেম্বর ২০২৩। আজ আপনার দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবন থেকে শুরু করে কর্মস্থান কেমন কাটবে আজকের দিন ? সমস্ত রাশির জাতক-জাতিকাদের জন্য কি শুভ আর কি অশুভ তা এক নজরে দেখে নিন…
*১)বৃশ্চিক/Scorpio রাশিফল :* কারও সঙ্গে আর্থিক লেনদেন করার পরিকল্পনা করে থাকলে তা আপাতত বাতিল করে দিন। কোনও সদস্যকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন।
*২)তুলা/Libra রাশিফল :* শরীরে অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ থাকলে সকালে মেটান। প্রেমের ব্যাপারে খুব ভাবনাচিন্তা করে এগোতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে।
*৩) সিংহ/Leo রাশিফল :* কর্মস্থলে সমস্যা থাকলেও সাফল্য মিলবে। ব্যবসায় উন্নতি লাভ। অল্পে সন্তুষ্ট থাকুন। দাম্পত্য কলহের সম্ভাবনা।*
*৪) কর্কট/Cancer :* বড় কোনও আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না।বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে।ব্যবসায় লাভ হবে। ধনপ্রাপ্তিতে বাধা। ভ্রমণ পরিকল্পনা বাতিল করাই ভাল।
*৫) কন্যা/Virgo :* পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না।প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে।শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে।
*৬) মিথুন/ Gemini রাশিফল:* ভ্রাতৃবিবাদ বাড়তে পারে। চোখের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে।
*৭) মেষ/Aries রাশিফল :* ব্যাবসায় সমস্যা বাড়তে পারে। চাকরিতে নতুন সুযোগ। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। শারিরীক কষ্ট বাড়তে পারে।
*৮) বৃষ/Taurus রাশিফল :* অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে।পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের জন্যে দিনটি শুভ নয়। উচ্চশিক্ষার যোগ আসবে। বাড়তি খরচ হতে পারে।
**৯) মীন /Pisces:* পথেঘাটে সাবধান।। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত রাগের জন্য বিপদে পড়তে পারেন। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। উচ্চপদের কোনও চাকরির সম্ভবনা রয়েছে। বাড়তি অর্থ খরচ। সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে।
*১০) ধনু/Sagittarius :* আর্থিক দিক থেকে দিন শুভ। মাত্রাছাড়া রাগ ক্ষতি ডেকে আনতে পারে।নিজের গোপন কথা প্রকাশ করবেন না। শুভ কাজে বাধা। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
**১১)কুম্ভ/Aquarius* : স্বাস্থ্যে সতর্কতা জরুরি। দাম্পত্য শান্তি বজায় থাকবে।বাড়ির লোক আপনাকে বুঝবেন না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। পেশাগত ক্ষেত্রে ভাল-মন্দ থাকতে পারে।
*১২) মকর/ Capricorn :* রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বরজ্বালায় কষ্টভোগ। ভ্রাতৃবিবাদ বৃদ্ধি পেতে পারে।কর্ম ও ব্যবসায় উন্নতি। পাওনা টাকা আদায় হতে পারে।