মহানগর ডেস্ক: বক্সঅফিসে যখন ‘জওয়ান’- র সাফল্য আকাশচুম্বী তখন শাহরুখ খান পর পর খুনের হুমকি পাচ্ছেন। মহারাষ্ট্র সরকারের তরফে গত ৫ অক্টোবরই পুলিশ প্রশাসনের কাছে নির্দেশ গিয়েছিল বাদশার নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্য। এবার জানা গেল,একনাথ শিণ্ডের সরকার কিং খানকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে।
শাহরুখ খান কেন খুনের হুমকি পাচ্ছেন?বিগত তিন দশকের ফিল্মি কেরিয়ারে এই প্রথমবার শাহরুখ খান বুক ঠুকে রাজনীতির মুখোমুখি হয়েছেন, এমনটাই জানা গিয়েছে সূত্রের খবরে।’জওয়ান’ সিনেমার মাধ্যমেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মরচে ধরা সিস্টেমকে। এদিকে বক্স অফিসেও এমন গগনচুম্বী সাফল্য।
কীভাবে একা একটা মানুষ ‘মাস হিরো’ হয়ে উঠতে পারে, তার উদাহরণ শাহরুখ খোদ।কিং খান দেশের সরকারি দুর্নীতি থেকে কৃষকমৃত্যু, অস্ত্র কেলেঙ্কারির মতো বহু সত্য ঘটনাকে ছবিতে দেখিয়েছেন বিনোদনের মোড়কে।রাজনৈতিক মহলের অন্দরেও তাঁর ‘জওয়ান’ নিয়ে কম চাপানোতর হয়নি। শুধু তাই নয়,এসব দুর্নীতি কার আমলে ঘটেছে সেই বিষয়ে কংগ্রেস-বিজেপি একে-অপরের দিকে আঙুল তুলে দাবি করেছে।
অন্যদিকে, বক্স অফিসে সিনেমা যখন ১১০০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, তখন খুনের হুমকি পাচ্ছেন শাহরুখ। কিং খান ‘পাঠান’ ও ‘জওয়ান’ এই দুটো ছবির জনপ্রিয়তা এবং দারুণ ব্যবসার জেরেই নাকি খুনের হুমকি পাচ্ছেন,এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।আর মহারাষ্ট্র সরকার সেই প্রেক্ষিতেও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না।তাই Y+ ক্যাটাগরির নিরাপত্তা বলিউড সুপারস্টারের জন্য বরাদ্দ করা হয়েছে।