Home Lifestyle পরিষ্কার ত্বক পেতে বাড়িতে বানিয়ে ফেলুন ক্লিনজার

পরিষ্কার ত্বক পেতে বাড়িতে বানিয়ে ফেলুন ক্লিনজার

by Mahanagar Desk
1 views

 

 

ত্বককে ভালো রাখতে গেলে আমাদের মুখে ক্লিনজার ব্যাবহার করা খুবই জরুরী।আমরা শরীরের অলসতার কারণে মুখ জল দিয়ে ধুয়ে নিই।কিন্তু এই জল দিয়ে ধুয়ে ফেললে ত্বক ভালো থাকবে না।মুখকে ভালো রাখতে গেলে আমাদের ব্যাবহার করতে হবে ক্লিনজার।ব্রণ , মেচেতা দূর করতে ঘরে ক্লিনজার বানিয়ে যদি নেওয়া যায় তার মতো উপকার আর কোথাও পাওয়া যাবে না।আসুন দেখে নেওয়া যাক কি উপায় অবলম্বন করে ঘরে বানিয়ে নেওয়া যায় ঘরোয়া ক্লিনজার।

অলিভ ওয়েল ক্লিনজার হিসেবে ব্যাবহার করা যেতে পারে।ত্বকের সুরক্ষায় অলিভ ওয়েল খুব ভালো ফল দেয়।দুই ফোঁটা অলিভ ওয়েল ত্বকে ভালো করে ম্যাসাজ করে ১০ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেললে ত্বক হয়ে ওঠে কোমল এবং মোলায়েম।

রূপচর্চার জন্য আমরা দুধকেও ক্লিনজার হিসেবে ব্যাবহার করতে পারি।দুধ খুব ভালো ক্লিনজার হিসেবে ব্যাবহার করা যেতে পারি।অল্প একটু দুধের সাথে কমলালেবুর খোসার গুঁড়ো ভালো করে মিশিয়ে মুখে ব্যাবহার করুন।পাঁচ মিনিট এই মিশ্রণ মেখে মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে মধু ও লেবুর রসের বিকল্প নেই বললেই চলে।মধু ও লেবুর রস ত্বককে উজ্জ্বল এবং চকচকে করতে সাহায্য করে।এই মধু ও লেবুর রস খুব ভালো ক্লিনজার হিসেবে ব্যাবহার করা যেতে পারে।লেবুর রসের সাথে দুই চামচ মধু মিশিয়ে মুখে ব্যাবহার করতে হবে।১০মিনিট এই মিশ্রণটি রেখে গরম জল দিয়ে ধুয়ে ফেললে ত্বক হয়ে উঠবে মাখনের মত নরম এবং মোলায়েম।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved