Home Lifestyle কত টাকা  রাখতে পারবেন সেভিংস অ্যাকাউন্টে, জেনে নিন নিয়মাবলী!

কত টাকা  রাখতে পারবেন সেভিংস অ্যাকাউন্টে, জেনে নিন নিয়মাবলী!

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: সেভিংস একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবন- যাপনের ক্ষেত্রে। তার উপার্জনের একটা নির্দিষ্ট অংশ প্রত্যেক মানুষেরই রাখা উচিত সেভিংসের জন্য। এই অবস্থায় ব্যাঙ্কেই এই টাকা রেখে থাকি আমরা সবসময়।এক্ষেত্রে সুরক্ষা তো থাকেই পাশাপাশি থাকে,অনলাইন লেনদেনের সুবিধা। এমনকি কাউকে এমার্জেন্সি টাকা পাঠানোর দরকার হলে তাও হয়ে যায় নিমেষেই।

এইসব সুবিধার পাশাপাশি আপনি একটা ভালো অঙ্কের সুদও পেয়ে যান। সবে মিলিয়ে বলাই যায় যে, অনেকটাই সহজ হয়েছে মানুষের জীবন ব্যাঙ্কিং ব্যবস্থা আসার পর থেকে।কিন্তু আপনি কি জানেন ঠিক কত টাকা রাখা উচিত অ্যাকাউন্টে? এই বিষয়েই বিস্তারিত জানাবো আজ এই প্রতিবেদনের মাধ্যমে:

১) জেনে নিন ৫০/৩০/২০ নিয়ম সম্পর্কে:

এটা বেশ বহু প্রচলিত এবং জনপ্রিয় একটি পদ্ধতি।এক্ষেত্রে তিন ভাগে ভাগ করা হয় মোট টাকাকে। সেখানে আপনার প্রয়োজন অনুযায়ী থাকে ৫০ শতাংশ।এরপর আপনার চাহিদা অনুযায়ী থাকে ৩০ শতাংশ।আর সঞ্চয়ের জন্য থাকে বাকি ২০ শতাংশ।এখানে আপনার দৈনন্দিন জীবনের যাবতীয় খরচ হলো প্রয়োজনীয়তা। ‘চাহিদা’ হল সেটা টাকা যা ব্যয় করা হয় কিন্তু সেটা প্রয়োজন এর মধ্যে পড়েনা। আর যেটা আপনি ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছেন সেটা হলো সঞ্চয়।

২) কত টাকা রাখবেন আপনি সেভিংস অ্যাকাউন্টে :

যেখানে গ্রাহক তাদের টাকা জমিয়ে রাখে সেটাই সেভিংস অ্যাকাউন্ট।এই টাকা মূলত ভবিষ্যতের জন্যই মানুষ জমিয়ে রাখে।অনেকে আবার এখানে টাকা রাখেন নিজের স্বল্পমেয়াদী খরচের জন্যেও।

৩) ব্যাঙ্কে রাখা যাবে কত টাকা :

সূত্রের খবর অনুযায়ী,গ্রাহক ১০ থেকে ৩০ লক্ষ টাকা রাখার অনুমতি পায় সাধারণত কোনো একক আমানত অ্যাকাউন্টের জন্য।আলাদা করে আবেদন করতে হবে গ্রাহককে এর বেশি টাকা রাখতে চাইলে।এবার তাতে যদি কোনো সমস্যা দেখে ব্যাঙ্ক,সেক্ষেত্রে ব্যাঙ্ক নিষেধাজ্ঞা জারি করতে পারে।

৪)গড়ে কত নগদ রাখা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে :

মূলত মানি মার্কেট অ্যাকাউন্ট,সেভিংস অ্যাকাউন্ট, বিনিয়োগ তহবিলের জন্য ‘কল ডিপোজিট’ অ্যাকাউন্ট,চেকিং অ্যাকাউন্ট এবং প্রিপেইড ডেবিট কার্ড অ্যাকাউন্টে সব মিলিয়ে একজন গ্রাহক ৪২ হাজার ডলার রাখতে পারেন সর্বোচ্চ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved