Home Lifestyle আজ ভাগ্য খুলতে চলেছে এই রাশিগুলির! আপনি কি আছেন সেই তালিকায়….

আজ ভাগ্য খুলতে চলেছে এই রাশিগুলির! আপনি কি আছেন সেই তালিকায়….

by Mahanagar Desk
1 views

 

 

আজ কি আপনার ভাগ্য আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে? নাকি সামনে আসতে চলেছে বিরাট! কেমন থাকবে সম্পর্ক? কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা? আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, একঝলকে দেখে নিন…..

মেষ- চাকরি ও ব্যবসায় সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা লাভ। ঋণের টাকা ফিরে পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ভাগ্য আজ আপনার সাথে আছে।

বৃষ- ব্যবসা ও চাকরিতে সতর্ক থাকুন। রাগ ও বাণী নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায় নিষ্ঠার সাথে কাজ করুন। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। মাথাব্যথা, শরীর ব্যথা এবং রক্ত সংক্রান্ত রোগের ব্যাপারে সতর্ক থাকুন।

মিথুন- ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করবে। পরীক্ষায় সাফল্য লাভ। ব্যবসায়ে লাভ। যেকোন কাজেই সফলতা। গার্হস্থ্যজীবনে অশান্তি যাবে কেটে যাবে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে।

কর্কট- বড় ভাই-বোনের সহযোগিতা লাভ। ব্যবসায় কোনও
নিলে সমস্যায় পড়তে পারেন। চাকরিতে ভালো ভাবে কাজ সম্পন্ন করতে পারবেন। মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা।

সিংহ – ধন লাভের ইচ্ছা পূরণ হবে। প্রেম জীবনের জন্য সময় ভালো। ভাইয়ের সহযোগিতায় আটকে থাকা কাজ সম্পন্ন হবে। জমি-বাড়ি-গাড়ি কেনার প্ল্যান সফল হতে পারে আজ। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর পারস্পরিক সুখ।

কন্যা- আজ কারও কাছ থেকে সাহায্য প্রত্যাশা করবেন না।আটকে থাকা কাজ সম্পূর্ন হবে। পারিবারিক কলহ বৃদ্ধি। আজ কর্মক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে। প্রেমের সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়বে। সামাজিক কাজে আগ্রহ।

তুলা-জাতকের প্রিয় বস্তু হারিয়ে বা চুরি হওয়ার সভবনা। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ। জীবনসঙ্গী অসুস্থ হতে পারেন।জীবিকার ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমে লাভ। চাকরিতে আরও দায়িত্ব থাকবে।

বৃশ্চিক- পরিবারে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ। জিনিস কেনাকাটায় অর্থ ব্যয়। ব্যস্ততার কারণে গুরুত্বপূর্ণ কাজ বাতিল। সামাজিক প্রতিপত্তি বাড়বে। কর্মরত ব্যক্তিরা সুবিধা পাবেন। ব্যবসায় আয় বৃদ্ধির প্রচেষ্টা।

ধনু- আটকে থাকা কাজ সম্পন্ন হবে। জীবনসঙ্গী আপনার ওপর রেগে যেতে পারে। ভাই বোনের সহযোগিতায় পারিবারিক বিবাদ মিটবে। অলসতা পরিহার করুন। প্রিয়জনের কাছ থেকে সহযোগিতা পাবেন। বেকাররা কর্মসংস্থান পাবে।

মকর- ব্যবসায় ছোটখাটো ঝুঁকি নিতে পারেন। বরিষ্ঠ সদস্যদের পরামর্শ পাবেন। কাজ পূর্ণ করার জন্য বাবার পরামর্শ নেবেন। পূর্ব পরিকল্পিত কাজে সাফল্য। যানবাহন কেনার পরিকল্পনা সফল হবে। তর্ক এড়িয়ে চলুন।

কুম্ভ- বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলে দিন ভালো। চোখ-কান খোলা রাখুন ও সতর্ক থাকুন। যেকোনো উপায়ে কাজে মনকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। বিদেশ ভ্রমণে যাওয়ার ইচ্ছা পূরণ হবে।

মীন- অন্যকে সাহায্য করলে লাভবান হবেন। দান-পুণ্যের কাজে অধিক সময় ব্যয়। সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। শ্বশুরবাড়ির তরফে ধন লাভ। বিবাহযোগ্য জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন।

 

 

You may also like