Home Lifestyle খুব শীঘ্রই ভারতের লঞ্চ হতে চলেছে infinix Zero 30 5G, জেনে নিন ফিচার …

খুব শীঘ্রই ভারতের লঞ্চ হতে চলেছে infinix Zero 30 5G, জেনে নিন ফিচার …

by Mahanagar Desk
0 views

নিজস্ব সংবাদদাতা: এবার Redmi, Realme কে ছাপিয়ে চলতি বছরে আগস্টের শেষে লঞ্চ হতে পারে infinix Zero 30 5G স্মার্টফোনটি। জনপ্রিয়তার নিরিখে নামি দামি ফোনকে টেক্কা দিয়ে ভারতীয় বাজারে আসতে চলেছে infinix এর উন্নতমানের ফোনটি। ফোন প্রেমীদের মধ্যে অনেকদিন ধরেই ফোনটি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে ফোনটি। দুর্দান্ত ক্যামেরা এবং ব্যাটারি নিয়ে তাক লাগিয়ে দেবে সবার মনে। আশা করা যাচ্ছে, গোল্ড এবং লেভেন্ডার কালার ভ্যারিয়েন্ট নিয়ে ফোনটি আসতে চলেছে। শুধু তাই নয়, সঙ্গে থাকছে 60 গোলাকার 10- বিট AMOLED ডিসপ্লে।

কি কি ফিচার থাকছে এই ফোনে?

এখনও পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে,

* ফোনটিতে থাকছে একটি LED ফ্লাশ ইউনিট যুক্ত একটি ট্রিপল রেয়ার ক্যামেরা।

* একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

*দেওয়া হয়েছে 60fps এর ফ্রন্ট ক্যামেরা।

* প্রাইমারি রেয়ার সেন্সর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট  ।

* ধুলো-বালি থেকে ফোনটিকে নিরাপদ রাখতে IP53 রেটিং সহ আসতে পারে।

*স্ক্রিনটিকে প্রতিরোধ করতে থাকছে Gorilla Glass 5 এর সামনে ও পিছনের প্যানেলের জন্য সুরক্ষা।

* infinix Zero 30 5G তে 12 GB RAM এর সঙ্গে 9 GB অব্দি ভার্চুয়াল দেওয়া হতে পারে।

256 GB ইনবিল্ট সুবিধা থাকছে এই ফোনটিতে।

* 10 বিট AMOLED ডিসপ্লে সহ আরও নানান ফিচারস থাকছে এই ফোনটিতে।

* 8 GB RAM এবং 128 GB স্টোরেজ যুক্ত উন্নতমানের এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র 5,999 টাকায় ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved