Home Lifestyle ধর্মীয় বিভেদ ভুলে মুসলিম ভাইদের ফোঁটা দিলেন হিন্দু দিদি-বোনরা

ধর্মীয় বিভেদ ভুলে মুসলিম ভাইদের ফোঁটা দিলেন হিন্দু দিদি-বোনরা

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: আজ ভাইফোঁটা। অর্থাৎ,আজ দিদি ও ভাইদের মেলবন্ধনের উৎসব।এবার সম্প্রীতির বার্তা নিয়ে ধর্মের বেড়াজাল টপকে বর্ধমান জেলায় ভাতৃদ্বিতীয়ার উৎসব পালন।এই ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে করা হয়।

হিন্দু দিদি ও বোনেরা মুসলিম ধর্মের ভাইয়েদের ফোঁটা দিয়ে আনন্দিত। বুধবার সকালে শ্রীরামপুর সর্বজয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ভবনে সম্প্রীতির ভাই ফোঁটার আয়োজন করা হয়েছিল।মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিগত বেশ কয়েক বছর ধরে।মুসলিম বোনেরা যেমন হিন্দু ভাইদের কপালে ফোঁটা দেন। তেমনি হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোঁটা দেন। তাঁদের ভাইদের জন্য মঙ্গল কামনা করেন উভয়জনেরাই।

এক দিদি সমিতা মজুমদার এই প্রসঙ্গে বলেন, ‘১৯৯৮ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থেকে। আমরা হিন্দু বোনেরা মুসলিম ভাইদের ফোঁটা দিয়ে থাকি। মুসলিম বোনেরাও আমাদের হিন্দু ভাইদের ফোঁটা দিয়ে থাকেন। সকলে মিলে আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি। আমাদের খবুই ভালো লাগে।’ এক মুসলিম দিদি নিশা খাতুন বলেন, ‘ ধর্মের ভেদাভেদকে সরিয়ে রেখে এই উৎসব পালন করা হয় থাকে। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। ভাইয়ের মঙ্গল কামনায় এই উৎসবে সামিল হয়ে আমরাও খুশি।’

রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের কথা অনুসারে, “উৎসব যার যার ধর্ম সবার। তাই সম্প্রীতির উৎসবের শামিল হয়ে সম্প্রীতির বার্তা দেওয়াই লক্ষ্য।” তেমনি এদিন দেখা যায় মুসলিম ধর্মের আজিজুন্নেসা খাতুনকে মন্ত্রী স্বপন দেবনাথ-এর কপালে ফোঁটা দিতে।মুসলিম বোনেরাও হিন্দু ধর্মের এই অনুষ্ঠানে সামিল হতে পেরে বেজায় খুশি। একই সঙ্গে মুসলিম ধর্মের ভাইয়েদের কপালে ফোঁটা দিতে পেরে হিন্দু দিদি ও বোনেরাও আনন্দিত।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved