মহানগর ডেস্ক: শসা প্রায় সব বাড়িতেই কম বেশি থাকে।শসা যেমন আমাদের শরীরের ক্ষেত্রে খুব দরকারী তেমনি শসা আমাদের ত্বকের ক্ষেত্রেও খুব কাজে লাগে। ফেসিয়াল করার পর অনেকেই চোখের উপরে শসা দিয়ে থাকেন কারণ এতে চোখের উপরের কালো দাগ ছোপ দূর হয়ে যায়। তবে অন্য কোনো রূপচর্চায় শসা সেরকমভাবে ব্যাবহার করা হয় না।তবে আসুন আজ আমরা শসার সাহায্যে রূপচর্চা করব।
শুনলে অবাক হবেন যে শসার সাহায্যে টোনার তৈরী করা হয় যা আমাদের ত্বকের পিএইচ মাত্রা বাড়িয়ে দিতে খুব সাহায্য করে।এই টোনার ব্যবহার করলে ত্বক উজ্জ্বল এবং চকচকে হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক কি উপায়ে বানিয়ে ফেলা যায় এই ঘরোয়া টোনার।প্রথমে শসা ধুয়ে পিষে এর থেকে রস বের করে তাতে সমপরিমাণ জল মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে ভরে তাকে প্রতিদিন ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: Walking Mango Tree: বিশ্বাস করুন বা নাই করুন, এই আম গাছ কিন্তু মানুষের মতো হাঁটতে পারে!
টোনারের সাথে মুখে গ্রীন ট্রি ব্যবহার করলে ত্বকের জেল্লা বৃদ্ধি পায়।শসার রসে একটু গ্রীন ট্রি এবং লেবুর রোজ মিশিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে বোতলে ভরে রেখে রোজ ব্যবহার করলে আপনার মুখে ফিরে আসবে উজ্জ্বলতা।
এছাড়াও শসা ও পুদিনা পাতা দিয়ে তৈরি করে নিতে পারেন ঘরোয়া টোনার।এই টোনার তৈরি করার জন্য শোসাকে মিহি করে কেটে নিতে হবে।এরপর একটি পাত্রে জল নিয়ে তাতে শসা ও পুদিনা পাতা দিয়ে দিতে হবে।এরপর এই মিশ্রণটিতে পুদিনা পাতা দিয়ে মিশ্রণটিকে ২৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিয়ে পরের দিন এই পানি ফিল্টার করে একটি স্প্রে বোতলে নিয়ে মুখে প্রয়োগ করলে ত্বক হবে কোমল এবং চকচকে।