মহানগর ডেস্ক : আজ ৫ সেপ্টেম্বর ২০২৩। আজ আপনার দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবন থেকে শুরু করে কর্মস্থান কেমন কাটবে আজকের দিন ? সমস্ত রাশির জাতক-জাতিকাদের জন্য কি শুভ আর কি অশুভ তা এক নজরে দেখে নিন…
*১)বৃশ্চিক/Scorpio রাশিফল :* আইনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখুন। সন্তানদের জন্য পরিবারে অশান্তি হতে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন।আবেগের বসে কোন কাজ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
*২)তুলা/Libra রাশিফল :* প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে পারে। প্রেমের সম্পর্ক খুব ভালো থাকবে। লিভারের সমস্যায় ভুগতে পারেন। পারিবারিক সু সম্পর্ক বজায় থাকবে।
*৩) সিংহ/Leo রাশিফল :** এই রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবনের মনোমালিন্য দেখা দিতে পারে। কর্মস্থানে প্রশংসা লাভ হতে পারে। আত্মীয়দের সঙ্গে বিবাদ বাড়বে। প্রেমের সম্পর্কে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হবে।
**৪) কর্কট/Cancer :* ভালো কাজে বাধা সৃষ্টি হবে। বন্ধুদের থেকে সাবধান। উচ্চশিক্ষায় শুভ যোগ রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ব্যবসায় উন্নতি লাভ হবে। ক্রোধ থেকে সংযত থাকুন।
*৬) মিথুন/ Gemini রাশিফল:* আর্থিক দিন থেকে দিনটি ভালো যাবে না। পরিবারের সকলের সঙ্গে বুঝে কথা বলুন। সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি খুব শুভ। প্রতিবেশীদের থেকে সাহায্য লাভ হতে পারে।
*৭) মেষ/Aries রাশিফল :* রাস্তায় ভালোভাবে চলাফেরা করুন যে কোন প্রকার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির স্থানে সুসম্পর্ক বজায় থাকবে। আত্মীয়-স্বজনদের সঙ্গে বিবাদ থেকে দূরে থাকবেন।
*৮) বৃষ/Taurus রাশিফল :* শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। স্ত্রীর দ্বারা উপকৃত হবেন। অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের থেকে সাহায্য লাভ হতে পারে।
**৯) মীন /Pisces* : উচ্চশিক্ষার ভালো ফল পাবেন। ভ্রাতৃ বিবাদ হতে পারে। স্ত্রীর দ্বারা সম্মান লাভ। চোখের সমস্যা বাড়তে পারে। বাড়িতে হঠাৎ কোন অতিথি সমাগম হতে পারে।
*১০) ধনু/Sagittarius :* উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেক বাধা আসবে। প্রেমের জন্য দিনটি খুব শুভ। অপ্রিয় সত্যি কথা আপনার বিপদ ডেকে আনতে পারে। একাকিত্বের সমস্যায় ভুগবেন।
**১১)কুম্ভ/Aquarius* : যেকোন সদস্যের দ্বারা আঘাত পেতে পারেন। আমাশয় জাতীয় রোগে ভুগতে পারেন। এইতো বন্ধুত্ব আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সাংসারিক সমস্যা মিটে যাবে।
*১২) মকর/ Capricorn :* স্ত্রী ও প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্নায়ুর অসুখে ভূগতে পারেন। ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। জীবিকার ক্ষেত্রে উন্নতি লাভ।