Home Lifestyle খরচ করুন মাত্র ৫ টাকা! নাম মাত্র খরচে আপনার বাইক চলবে ১৫০ কিলোমিটার

খরচ করুন মাত্র ৫ টাকা! নাম মাত্র খরচে আপনার বাইক চলবে ১৫০ কিলোমিটার

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক : যুগের সাথে পাল্লা দিয়ে বর্তমান সময়ে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষত,জ্বালানির বিপুল দাম থেকে রেহাই পেতে এবং পরিবেশ দূষণ হ্রাস করতে আকৃষ্ট হচ্ছেন সকলে এই যানবাহনের প্রতি।শুধু তাই নয়, একের পর এক স্কুটার,বৈদ্যুতিক সাইকেল এবং গাড়ির ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে বিভিন্ন গাড়ি লঞ্চ করছে সংস্থাগুলি। তবে খরচের পরিমাণ অনেকটাই হয়,সেগুলি নতুন কেনার ক্ষেত্রে।

এই অবস্থায়,আপনার কাছে থাকা স্কুটার বা বাইকটিকে আপনি যদি বৈদ্যুতিক যানবাহনে রূপান্তর করতে চান সেক্ষেত্রে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে সস্তায়।আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি বর্তমান প্রতিবেদনে।মূলত,কিছু কোম্পানি সাম্প্রতিক সময়ে আগে থেকে কিনে রাখা বাইক, স্কুটার, গাড়ির জন্য ইলেকট্রিক কনভার্সন কিটের পাশাপাশি বাজারে নতুন বৈদ্যুতিক গাড়ি নিয়ে কাজ করছে।এমন পরিস্থিতিতে,১০০ কিলোমিটার রেঞ্জের সফর করতে আপনার মাত্র ৫ থেকে ১০ টাকা খরচ হবে আপনি যদি আপনার কাছে থাকা স্কুটার বা বাইকে এই কিটটি ইনস্টল করেন।

মুম্বাইতে স্থিত EV স্টার্টআপ GoGoA1 ইতিমধ্যেই এমন একটি ইলেকট্রিক কনভার্সন কিট লঞ্চ করেছে।কোম্পানির পোর্টালে যেটি সম্পর্কে জানানো হয়েছে বিস্তারিত তথ্য।সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, যেকোনো বাইক এবং স্কুটারে এই কিটটি ফিট হয়ে গিয়ে সেটিকে সম্পূর্ণ বৈদ্যুতিক করে তোলে।কোম্পানি সূত্রে পাশাপাশি দাবি করা হয়েছে যে, ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে এই কিট বসানোর পর।এছাড়াও,RTO দ্বারা অনুমোদন পেয়েছে কোম্পানির এই কিট।

জেনে নিন এই কিটের দাম: কোম্পানির পোর্টালে এই প্রসঙ্গে দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Activa স্কুটারের ক্ষেত্রে Honda-র জনপ্রিয় এই কনভার্সন কিটটি বিক্রি হচ্ছে ৬০,০০০ টাকায়। যেটিতে-ইলেকট্রনিক কম্পোনেন্ট,ব্যাটারি,চার্জার এবং হাব মোটর মিলিয়ে একটি স্কুটারকে বৈদ্যুতিকে রূপান্তর করা যেতে পারে মোট ৬০,০০০ টাকায়।ওই স্কুটার ৬০ কিলোমিটার যেতে পারবে, এই কিট ইনস্টল করার পরে। উল্লেখ্য বিষয়, এটি যদি বাইকে একটি বড় ব্যাটারির সাথে ইনস্টল করা যায়,সেক্ষেত্রে রেঞ্জ পাওয়া যেতে পারে ১৫১ কিলোমিটার পর্যন্ত।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved