Home Lifestyle সঙ্গীর সঙ্গে সু-সম্পর্ক থেকে শুরু করে বৈবাহিক যোগাযোগ! লক্ষ্মীবারে কেমন কাটবে দিন 

সঙ্গীর সঙ্গে সু-সম্পর্ক থেকে শুরু করে বৈবাহিক যোগাযোগ! লক্ষ্মীবারে কেমন কাটবে দিন 

by Mahanagar Desk
7 views

মহানগর ডেস্ক: আজ ২৮ সেপ্টেম্বর ২০২৩। দৈনিক রাশিফল অনুযায়ী আজকের দিনটি আপনার জন্য শুভ না অশুভ তা একনজরে দেখে নিন…

১) মেষ/Aries রাশিফল : অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে। ছাত্র ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে। আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন। আপনার স্ত্রী আপনাকে অনেক প্রাধান্য দেবে।

২) বৃষ/Taurus : আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। কর্মক্ষেত্রে আজ ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের জন্য মূল্যবান সময় নষ্ট করবেন না। আজ কাছের বন্ধুদের সঙ্গে একটা ভালো সন্ধ্যা কাটাতে চলেছেন।

৩)মিথুন/ Gemini : আজ বন্ধুদের জন্য রাতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। আজ খরচ বাড়বে। ব্যবসা সম্পর্কিত কোনও আলোচনায় আজ না যাওয়াই ভালো। আপনার কাছে আজ অনেকেই টাকা ধার চাইতে পারে। কোনও প্রতিশ্রুতিতে পা দেবেন না। আজ আপনার অর্থের প্রয়োজন হতে পারে। খরচ বাড়বে।

৪) কর্কট/Cancer : সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটাবেন। আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান। আপনার কর্মক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি সন্ধ্যাবেলায় নিজের জন্য কিছু শপিং এ যেতে পারেন।

৫)সিংহ/Leo : কাউকে টাকা ধার দেবেন না। ওই টাকা না পাওয়ারই সম্ভাবনা রয়েছে। আপনার ভালো ব্যবহার কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। অফিসের যে কোন কাজ মন দিয়ে করুন। এতে আপনার লাভ হবে।

৬) কন্যা/Virgo : নিজেদের মানুষকে সঙ্গে নিয়ে জীবনের আনন্দ উপভোগ করবেন। অনেক সত্য আজ স্পষ্টভাবে বুঝতে পারবেন। ব্যবসায়িক উদ্দেশ্যে কোনও কাজের জন্য বাড়ি থেকে বের হলে সতর্ক থাকবেন।

৭) তুলা/Libra : আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যাই আসে না। আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা করুন।

৮)বৃশ্চিক/Scorpio : আজ আপনার বিয়ের ব্যাপারে কথাবার্তা হতে পারে। বাড়তি খরচ থেকে নিজেকে সংযত করুন। আজ আপনি বন্ধুদের থেকে খুব সুন্দর একটা সন্ধ্যা উপহার পেতে চলেছেন

৯) ধনু/Sagittarius : আপনার ভবিষ্যতের জন্য আজ কিছু টাকা সঞ্চয় করতে পারেন। সম্পত্তি নিয়ে আজ ভাইদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রিয়জনের জন্য কিছুটা সময় বের করুন।

১০) মকর/ Capricorn : আপনার জীবন সঙ্গীনীর সঙ্গে টাকা নিয়ে ঝামেলা হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। সুখী জীবনের স্বার্থে ব্যয় কমান। আপনার স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।

১১)কুম্ভ/Aquarius : আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন। প্রেমিকাকে আজ সময় দেবেন।

১২)মীন /Pisces: সামাজিক অনুষ্ঠানের জন্য আজকের দিনটি খুব ভালো। নিজের জন্য ভাবনা চিন্তা করুন। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। মানসিক শান্তি থাকবে।

You may also like