মেকআপ করতে ভালোবাসেনা এমন মেয়ে খুব কমই দেখা যায়।অনেক মেয়ের মুখে এই কথাও শোনা যায় যে মেকআপ ছাড়া তাদের বাইরে বেড়ানো অসম্ভব।সামান্য স্টেশন অবধি গেলেও মেকআপ করে এমন মেয়েও দেখা যায়।তবে তারা জানে না যে রোজ বেশিমাত্রায় মেকআপ করলে ত্বকের বারোটা বাজতে বেশি সময় নেবে না । এমনকি আমরা মেকআপের সময় এমন কিছু কাজ করে থাকি যা আমাদের একেবারে করা ঠিক নয়।তবে আসুন আজকে দেখে নেওয়া যাক মেকআপের সময় কোন ভুলগুলো একেবারেই করা ঠিক নয়।
মেকআপ করার সময় প্রোডাক্টগুলো হতে করে নিয়ে কখনোই মুখে ব্যাবহার করা ঠিক নয় কারণ এতে ত্বকে ক্ষতি হবার সম্ভাবনা থাকে।মেকআপের জিনিসগুলো কারুর সাথে শেয়ার করা ঠিক নয়।বিশেষ করে মেকআপের ব্রাশ কারুর সাথে কখনই ব্যাবহার করা ঠিক নয়।
বিভিন্ন ত্বকের বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট ব্যাবহার করতে হয়।ত্বকের ধরন অনুযায়ী প্রোডাক্ট ব্যাবহার করা উচিত।রাতে ঘুমনোর জন্য অবশ্যই মেকআপ তুলে ঘুমানো উচিত,নাহলে ত্বকের ক্ষতি অনিবার্য।
মেকআপ করার আগে ত্বক অবশ্যই টোনার দিয়ে পরিষ্কার করে তারপর প্রোডাক্টগুলো ব্যাবহার করতে হবে।যারা নিয়মিত মেকআপ করেন তাদের ত্বকে অবশ্যই ময়েশ্চারাইজার দিয়ে শুয়ে হবে।
কোথাও মেকআপ করে গেলে বাড়ি এসে অবশ্যই তা পরিষ্কার করে ধুয়ে শুতে হবে। এই মেকআপ তোলার কয়েকটি নিয়ম রয়েছে। প্রথমে তুলো দিয়ে মেকআপ তুলে তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।এরপর মুখে ভালো করে ক্রিম ম্যাসাজ করতে হবে।