Home Lifestyle গরমে এসি কেনার কথা ভাবছেন? জেনে নিন এই বিষয় গুলি

গরমে এসি কেনার কথা ভাবছেন? জেনে নিন এই বিষয় গুলি

এসির গায়ে দেখবেন স্টিকার থাকে, তাতে এক থেকে পাঁচ পর্যন্ত রেটিং থাকে।

by Mahanagar Desk
22 views

মহানগর ডেস্কঃ যত দিন যাচ্ছে গরমের পারদ যেন হু হু করে চড়ছে। আবহাওয়া মাঝে মধ্যে এতটাই উত্তপ্ত হয়ে যাচ্ছে যে বাতাস বইলেও গায়ে গরম যেই বাতাস এসে লাগছে তা সহ্য করার মতো না। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, গরমের পারদ আরও বাড়বে। তবে মাঝেমধ্যে আকাশ মেঘলা দেখালেও গরমের অস্বস্তি বা আবহাওয়ায় গরম ভাব তা এত তাড়াতাড়ি কমার নয়। গরমের মধ্যে মনে হয় যতটুকু সময় বাড়িতে থাকা যায় ততই যেন মঙ্গল। আর যদি বাড়িতে এসি থাকে তাহলে তো কোনো কথাই হবেনা। সব কাজ সেরে এসি চালিয়ে ঘুম দেওয়ার মজাই আলাদা। কিন্তু একটা সমস্যা এসি রুম থেকে একবার ভিতর একবার রুমের বাইরে বেরোলেই ব্যাবসা গরম লাগে, শরীরে অস্বস্তি লাগে। যারা অফিসে কাজ করেন তাঁদের তবুও একটু বেশিই সুবিধা। কারণ অফিসেও এসি, বাড়িতেও এসি। তাই কাজ সেরে যত তড়িঘড়ি বাড়িতে পৌঁছানো যায়, গ্রীষ্মের দিনগুলিতে মনে মনে এটাই চলতে থাকে। আর যাদের কাজের অফিসে বা বাড়িতে এই অসহ্য গরমে এসি নেই, তাঁদের জীবনে যেন এটা একটা আলাদাই সমস্যা। গরম এলেই মন যেন কেমন এসি এসি করতে থাকে। শুধু মনে হয় এসি চালিয়ে একটু শুয়ে থাকি। আবার এমন অনেক আছেন, যাদের বাড়িতে এসি খারাপ হয়েগেছে, তাঁরা নতুন এসি কিনব কিনব করে এখনও কেনা হয়ে ওঠেনি। কিন্তু এই বছরই এসি কিনবেন এমনটা অনেকেই মনস্থির করে ফেলেছেন। আর এটা ভাবটাও স্বাভাবিক, করণ যা অসহ্য গরম পড়েছে তা আর নেওয়া যাচ্ছে না। তার জন্য ঠান্ডা হাওয়া প্রদান কারি যন্ত্র বা বাতানুকূল যন্ত্রটি ঘরে আনবেন বলে একেবারে ঠিক করে নিয়েছেন। তাহলে এসির শো রুম বা দোকানে যাওয়ার আগে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আপনার জন্য সুবিধা হবে।

এসির ধরন- আপনার কেমন ধরণের ফেসিলিটি চাই? উইন্ডো এসি দরকার না স্প্লিট এসি প্রয়োজন সেটি আগে ঠিক করে নিন। মনে কোন ধরনের এসি আপনি কিনতে চাইছেন সেই বিষয়ে সব কিছু তথ্য প্রথমে জেনে নিন। তারপর দোকানে কিনতে যান। স্প্লিট এসিতে যন্ত্রের শব্দ খুবই কম থাকে, কমপ্রেসর ঘরের বাইরে থাকে। ঘরের দেওয়ালের যে কোনও জায়গায় লাগিয়ে দেওয়া যায়। কিন্তু উইন্ডো এসি লাগাতে গেলে একটি জানালা বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ খরচের রেটিং- এসির গায়ে দেখবেন স্টিকার থাকে, তাতে এক থেকে পাঁচ পর্যন্ত রেটিং থাকে। তাতে যদি দেখেন ১ স্টার রেটিং আছে, তার মানে এই এসি ১ বছরে ৮৪৩ ইউনিট ব্যবহার করে। আর যদি দেখেন কোনো এসি তে ৫ স্টার আছে। তার মানে এই এসির বছরে ৫৫৪ ইউনিট ব্যবহার হয়। স্টারের সংখ্যা যত বেশি হবে, বুঝবেন বিদ্যুতের খরচ তত কম হবে।

বিদ্যুৎ বিল সাশ্রয়ী ইনভার্টার- এসি কেনার আগে দেখে নেবেন আপনি যেই এসি টি কিনছেন তাতে এই পদ্ধতি বা ফেসিলিটি আছে কিনা। এই এসি নেওয়ার সুবিধা হলো যে, ঘর ঠান্ডা হয়ে গেলেই, এসি স্বয়ংক্রিয় ভাবে কমপ্রেসর বন্ধ হয়ে যায়। আরেকটি দিক হলো কম ক্ষমতায় এর কমপ্রেসর চলতে পারে। অন্যান্য বাতানুকূল যন্ত্রের তুলনায় এই এসিতে বিদ্যুৎ খরচ যথেষ্ট কম পরিমাণে হয়। বর্তমানে এখন এই এসিই বেশ জনপ্রিয় ।

সংস্থা- একটা কথা মাথায় রাখবেন কোনো দীর্ঘস্থায়ী জিনিস বা যন্ত্র কিনতে হলে জনপ্রিয় সংস্থা থেকে কিনুন। করণ জনপ্রিয় বা ভালো নামকরা সংস্থা গুণগত মানসম্পন্ন জিনিস সরবরাহ করে। তাই এসি কেনার সময়ও জনপ্রিয় কোনো নামকরা সংস্থা থেকে কেনা ভালো। টাকা নয় ১-২ হাজার একটু বেশি বেরোবে, কিন্তু এসির মতো যন্ত্র যেন টেকসই হয় এটাই তো মন চায়। বিভিন্ন সংস্থার এসির দাম ভিন্ন ভিন্ন। ফেসিলিটি অনুযায়ীও দামের তারতম্য হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved