Home Lifestyle জেনে নিন শিব রাত্রিতে সোনা রুপার বাজার দম

জেনে নিন শিব রাত্রিতে সোনা রুপার বাজার দম

Todays Gold and silver price

by Mahanagar Desk
36 views

মহানগর ডেস্কঃ যতবার বিনিয়োগ বিষয় সংক্রান্তে কথা উঠবে, ততবারই সবার আগে যেই বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে সাবেকি সোনা ও রুপোর প্রসঙ্গ। সোনা ও রুপোতে বিনিয়োগ করতে চাইলে, তার আগে সোনা-রুপোর দাম কত যাচ্ছে তা জানা সব থেকে জরুরি বিষয়। কারণ সোনা আর রুপোর দাম প্রায় নিত্যদিন বদলাতে থাকে। সোনা-রুপোর দাম কখনও বাড়ে, আবার কখনও কমে যায়। সব দিন একই যায়না।

৮ মার্চ, শুক্রবার, আজকেরের দিনে দাঁড়িয়ে যদি কলকাতার সোনা-রুপোর বাজারের ছবি দেখা যায়, তাহলে দেখা যাবে গতকাল অর্থাৎ৭ মার্চ, বৃহস্পতিবার এই তারিখের দামের তুলনায়, সোনার দাম অনেকটাই বেড়েছে। পিছিয়ে নেই রুপোর দামও ৷ সোনার পাশাপাশি পাল্লা দিয়ে রুপো নিজের দামও বাড়াচ্ছে।

২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে গতকাল অর্থাৎ ৭ মার্চের দামের দিকে তাকালেই  তাঁর পার্থক্য বোঝা যাচ্ছে । গতকাল ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬০১০০ টাকা, আর আজ ৮ মার্চ, শুক্রবারে তা দাঁড়িয়ে ২২ ক্যারাট সোনার দাম হচ্ছে ৬০২৫০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে গতকাল, ৭ মার্চ, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬৫৫৬০ টাকা, আর আজ তা ৮ মার্চ শুক্রবার, এই দিনে ওই ২৪ ক্যারাট সোনার দাম যাচ্ছে ৬০,২৫০ টাকা ৷
রুপোর দাম কিলোগ্রামের ভিক্তিতে গতকাল৭ মার্চ, ১ কেজি রুপোর দাম ছিল ৭৫০০০ টাকা, আর আজ ৮ মার্চ, শুক্রবার, এই দিনে দাঁড়িয়ে ওই সমপরিমাণ রুপোর দাম যাচ্ছে ৭৪৫০০ টাকা।

You may also like