মহানগর ডেস্ক: মর্মান্তিক! ভাই আর ভাগনের সঙ্গে লিফটে লুকোচুরি খেলছিল ষোলো বছরের কিশোরী। কিন্তু সেই লুকোচুরি খেলাই কাল হল রেশমা নামে ওই কিশোরীর। লিফটের খোলা দরজা থেকে মাথা বাড়িয়ে থাকায় উল্টোদিক থেকে সাত তলা থেকে নামতে থাকা দরজা খোলা লিফটে (Lift Accident) মাথা ঢুকে যায় তার। মাথায় গুরুতর আঘাত লাগে কিশোরীর। তাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সেখানেই তার মৃত্যু হয়। মৃত কিশোরীর নাম রেশমা খারাভি বলে জানা গিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মানখুর্দে একটি আবাসনে (Incident Took Place In Mumbai)। ময়না তদন্তের পর পুলিশ তার দেহ পরিবারের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। মৃত কিশোরীর বাবা জানিয়েছেন হাউসিং কর্তৃপক্ষ যদি লিফটে কাচের জানালা লাগাতো,তাহলে তার মেয়ের মৃত্যু হতো না। এই ঘটনায় পুলিশ হাউসিংয়ের চেয়ারম্যান ও সোসাইটির সম্পাদককে গ্রেফতার করেছে।
তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের অধীনে অবহেলার কারণে মৃত্যুর জন্য মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের জামশেদপুরে লোডশেডিংয়ে লিফট বিভ্রাটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে বিদ্যুৎ চলে যাওয়ায় ওপর থেকে লিফট নামার সময় তা চারতলায় থেমে যায়। লিফটে থাকা শিশির সিনহা নামে ওই ব্যক্তি নামতে গিয়ে নীচে পড়ে যায়। ওই অ্যাপার্টমেন্টে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তার বন্ধু অ্যাপার্টমেন্টের পাঁচতলায় থাকেন। তার সঙ্গে দেখা করার পর সে লিফটে ওঠে। কিন্তু চারতলায় নামার সময় লোডশেডিং হয়ে যায়। তারপরই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যায়। বন্ধুর সাহায্যে লিফটের দরজা খোলে শিশির। লিফট থেকে চারতলায় সে লাফ দিয়ে নামার চেষ্টা করতে গিয়ে লিফটের মাঝে পড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।