মহানগর ডেস্ক: তৃণমূল বিধায়ক (TMC MLA) অখিল গিরির দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির নামে কুরুচিকর মন্তব্য জের এবার গিয়ে পৌঁছাল রাজধানীতে। জানা গিয়েছে, বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), অখিল গিরির (Akhil Giri) নামে দিল্লি (Delhi) পুলিশের কাছে এফ আই আর দায়ের করলেন।
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে, প্রকাশ্যে দ্রৌপদী মুর্মুর নামে কুরুচিকর মন্তব্য পেশ করে ফেলেছেন অখিল গিরি। তিনি বলেন, ‘বলে দেখতে ভাল নয়। কী রূপসী? কী দেখতে ভাল? আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?’ এই মন্তব্যকে ঘিরেই রাজ্য জুড়ে তোলপাড় কাণ্ড। তৃণমূল বিধায়কের নামে মেদিনীপুরের পাশাপাশি মালদাতেও এফআইআর দায়ের হয়েছে। এছাড়াও ইতিমধ্যেই মহিলা কমিশনের তরফ থেকে তাকে নোটিশ ধরানো হয়েছে।
অখিল গিরির রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য পেশ করায়, তাঁর নামে এবার দিল্লিতে এফআইআর দায়ের করলেন লকেট চট্টোপাধ্যায়। এর কারণ হিসেবে জানা গিয়েছে, রাজ্য পুলিশের উপর আস্থা নেই তাঁর। সাংসদের দাবি, রাজ্যের যে কোনও থানায় অখিল গিরির নামে এফআইআর দায়ের হলে, তাঁর বিরুদ্ধে কোনও রকম কড়া ব্যবস্থা গ্রহণ করবে না তৃণমূল আশ্রিত পুলিশ বাহিনী। তাই রাজধানী পুলিশের উপরই ভরসা রাখছেন তিনি।
তবে তৃণমূল বিধায়ক কেন কোনও কারণ ছাড়াই দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য পেশ করতে গেলেন? এর কারণ খুঁজতে গিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরেই তৃণমূল বিধায়ককে নন্দীগ্রামের বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা রকম মন্তব্যে আক্রমণ করছিল। তাঁরই পাল্টা আক্রমণ করতে গিয়ে তিনি নিজেই বিপাকে পড়ে গিয়েছেন।