মহানগর ডেস্ক: মাঝেমাঝে সোশ্যাল মিডিয়া সবাইকে নানারকম চমকে যাওয়া খবর, আশ্চর্য ঘটনা, ছবির খোঁজ দিয়ে থাকে। অনেক অজানা তথ্যের হদিশ দিয়ে অবাক করে। এবার টুইটারে এমন একজনের খবর দেওয়া হয়েছে,যা দেখে ঘাবড়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। হিস্টোরিক ভিডস নামে একটি টুইটার পেজে টমাস ওয়েডার নামে একজনের খবর এবং ছবি দিয়েছে, যা চমকে যাওয়ার মতোই। ওয়েডারের নাক বিশাল। লম্বায় সাড়ে সাত ইঞ্চি। এমন নাক কেউ কখনও দেখেছেন, তা হলফ করে বলতে পারবেন না। বিশাল নাকের মানুষটির চমকে দেওয়া ছবি রয়েছে রিপ্লের বিলিভ ইট অর নট বিলিভ ইট মিউজিয়ামে। নভেম্বরের বারো তারিখে টুইটটি করা হয়।
টুইটার হ্যান্ডেলেও লেখা হয়েছে মিস্টার ওয়েডারের নাক লম্বায় সাড়ে সাত ইঞ্চি (Longest Nose Of World)। গিনেস বুক অব রেকর্ডসের ওয়েবসাইটেও তাঁর ছবি রয়েছে। তাতে লেখা- ওয়েডার এক ট্রাভেলিং ফ্রিক সার্কাসের সদস্য। হিস্টোরিক ভিড (Historic VID) জানিয়েছেন টমাস ওয়েডার (Thomas Wedder) একজন ইংলিশ সার্কাসের খেলোয়াড়। তিনি আঠেরো শতকের মানুষ। তাঁকে সবাই চিনতেন বিশ্বের সব থেকে বড় নাকের মানুষ হিসেবে। টুইটটি লাইক করেন এক লক্ষ কুড়ি হাজার মানুষ। রিটুইট করেছেন সাত হাজার দুশোজন। ওয়েডারের বিশ্বসেরা নাকের ছবি দেখে একজন ইউজার লিখেছেন, এ কারণেই টুইটার এত সুন্দর। এ ধরণের টুইটের জন্য ধন্যবাদ। আরেক ইউজারের মন্তব্য, তিনি কখনও একটি দৌড়ে হার মানেননি। গিনেস বুকও ওয়েডারের কৃতিত্ব স্বীকার করে লিখেছে, ঐতিহাসিক তথ্য রয়েছে টমাস ওয়েডার সতেরো শ সত্তরে ইংল্যান্ডে বাস করতেন। তিনি ট্রাভেলিং ফ্রিক সার্কাসের সদস্য ছিলেন। তাঁর নাক লম্বায় ছিল উনিশ সেন্টিমিটার অর্থাৎ সাড়ে সাত ইঞ্চি। তবে জীবিত মানুষ হিসেবে লম্বা নাকের অধিকারী হলেন তুরস্কের মেহমেট ওজিউরেক। গিনেস বুক জানিয়েছে তাঁর নাক লম্বায় ৩,৪ ইঞ্চি।