Home Featured Madhyapradesh: হার ভোটে, ধাক্কা সামলাতে না পেরে আকস্মিক মৃত্যু কংগ্রেস নেতার

Madhyapradesh: হার ভোটে, ধাক্কা সামলাতে না পেরে আকস্মিক মৃত্যু কংগ্রেস নেতার

by Anamika Nandi
Madhyapradesh: হার ভোটে, ধাক্কা সামলাতে না পেরে আকস্মিক মৃত্যু কংগ্রেস নেতার

মহানগর ডেস্ক: ভোটে দাঁড়িয়ে জিততে না পারার ধাক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কংগ্রেস নেতা (Congress)। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) রেওয়ায়। রবিবার বিকেলে নেতা হরিনারায়ণ গুপ্তার মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে।

রেওয়ার পুরসভা নির্বাচনে হনুমানা অঞ্চলে কংগ্রেসের টিকিট পেয়েছিলেন হরিনারায়ণ। এমনকি ওই অঞ্চলের দোর্দণ্ডপ্রতাপ কংগ্রেস নেতা তিনি। তাই নির্বাচনে জেতা নিয়ে কোনও সংশয় ছিল না। কিন্তু গণনা শেষে দেখা গিয়েছে, নির্দল প্রার্থী অখিলেশ গুপ্তার কাছে ১৪ ভোটে পরাজিত হয়েছেন তিনি। তারপরেই জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাত শিবিরের এই নেতার।

এমনকি এদিন কংগ্রেস নেতার পরাজয়ে ভেঙে পড়েন তাঁর সমর্থকরা। কিন্তু তবুও তাঁরা সেই হার মেনে নিয়েছিলেন। তবে অন্যদিক থেকে খবর আসে যে তাঁদের প্রিয় নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। নেতার বাড়িতে ভিড় জমান দলের বহু কর্মী। ৪১৩টি পুরসভায় নির্বাচন ছিল মধ্যপ্রদেশে। যার গণনা হয়েছে রবিবার। রেওয়াতে ১১টি পুরসভায় নির্বাচন হয়েছে। তার মধ্যে ছ’টির ফলাফল ঘোষণা হয়েছে। যার মধ্যে থেকে চারটিতেই বাজিমাত করেছে গেরুয়া শিবির। এই আবহে কংগ্রেস নেতার আকস্মিক মৃত্যুতে শোকে আচ্ছন্ন সকলে।

You may also like