Home Finance LPG NEW PRICE: দেশজুড়ে আবারও কমল গ্যাসের দাম

LPG NEW PRICE: দেশজুড়ে আবারও কমল গ্যাসের দাম

by Arpita Sardar
LPG, BUSINESS CYLINDER, REDUCE PRICE

মহানগর ডেস্কঃ ফের সস্তা এলপিজি। কলকাতা সহ গোটা দেশে এক ধাক্কায় ১১৫.৫০ টাকা কমে গেল দাম। কেবলমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রেই তেল সংস্থাগুলির তরফে কমানো হয়েছে দাম। জুন মাস থেকে এখনও পর্যন্ত টানা ৬ বার কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। জুন থেকে এই পর্যন্ত বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে মোট ৬১০ টাকা।

কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৯৫৯ টাকা। সেই দাম কমে হল ১৮৪৬ টাকা। অন্যদিকে চেন্নাইতে ২০০৯.৫০ টাকার বদলে নতুন নিয়মে দাম দিতে হবে ১৮৯৩ টাকা। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে ১ নভেম্বর থেকেই এই নতুন দাম প্রযোজ্য হবে।

বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করা হয় হোটেল এবং রেস্তোরাঁগুলিতে। এই সিলিন্ডারের ওজোন ১৯ কেজি। এই সিলিন্ডারের দাম কমার ফলে লাভবান হবেন রেস্তোরাঁ বা হোটেল মালিকেরাই। কারণ, গ্যাসের দাম কমে গেলে খাবার তৈরির খরচ কমে যাবে বেশ কিছুটা। ফলত অতিরিক্ত খরচ কমবে অনেকটাই। রন্নার খরচ কমলে আশা করা যায় হোটেল রেস্তোরাঁগুলিতেও খাবারের দাম কমবে অথবা নতুন করে দাম বাড়ার কোনও আশঙ্কা নেই। ফলত ক্রেতাদেরও সুবিধা হবে অনেকটাই, এমনটাই মনে করা হচ্ছে।

এর আগে অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল ৩৬.৫০ টাকা। সেপ্টেম্বর মাসে দাম কমেছিল ১০০ টাকা। তার আগে অগাস্ট মাসেও কমেছিল ৩৬.৫০ টাকা। সব মিলিয়ে কলকাতা শহরে শেষ ৫ মাসে মোট ৬১০ টাকা দাম কমেছে।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে গেলেও রান্নার গ্যাস অর্থাৎ বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রইল। এই রান্নার গ্যাসের ওজোন ১৪ কেজি হয়। কলকাতায় এই সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা, মুম্বইতে দাম ১০৫২ টাকা , নয়া দিল্লিতে ১০৫৩ টাকা। অর্থাৎ রান্নার গ্যাসের দাম যা ছিল তাইই রয়েছে।

You may also like