Home Featured M K STALIN: হিন্দি জোর করে চাপিয়ে দিলে আখেরে বিভাজনই বাড়বে মোদীকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

M K STALIN: হিন্দি জোর করে চাপিয়ে দিলে আখেরে বিভাজনই বাড়বে মোদীকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

by Arpita Sardar
M K STALIN, NARENDRA MODI, HINDI LANGUAGE

মহানগর ডেস্কঃ কেরালার পরে এবার তামিলনাড়ু। হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। হিন্দিকে চাপাতে গেলে আখেরে তৈরি হচ্ছে বিভাজন, এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

কয়েকদিন আগেই সংসদীয় কমিটির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুকে চিঠি দিয়ে সরকারি ভাষা সংক্রান্ত একটি রিপোর্ট তুলে দেওয়া হয়। ওই রিপোর্টে দেশের সব IIT, IIM এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের প্রধান মাধ্যম হিসেবে হিন্দিকে ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়। কমিটির এমন রিপোর্টের জেরে আসলে হিন্দি এবং অ-হিন্দি ভাষীদের মধ্যে বিভেদ তৈরি হবে বলেই উল্লেখ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এর ফলে অ-হিন্দি ভাষীরা চরম সমস্যার মুখোমুখিও হবেন বলে জানানো হয় স্টালিনের পক্ষে থেকে।

এই চিঠিতে এম কে স্তালিনের যুক্তি, ভারতের মত বৈচিত্র্যপূর্ণ দেশে হিন্দির পাশাপাশি অ-হিন্দি ভাষীদের বসবাস। অ-হিন্দি ভাষীদের সংখ্যাটাও বেশি। প্রতিটি ভাষার নিজস্ব বিশেষত্ব আছে বলেও তিনি প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়েছেন চিঠিতে। তাই হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার বিপক্ষে তিনি মত প্রকাশ করেছেন।

পাশাপাশি স্তালিন জানান, সমস্ত ভাষাকে মান্যতা দেওয়া কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য হওয়া উচিত। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও দেশের সমস্ত ভাষাভাষীর মানুষদের সমানভাবে গুরুত্ব দেওয়ার কথাও স্টালিন চিঠিতে ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোই আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাই সমস্ত ভাষার সমান অধিকারের প্রতিই গুরুত্ব দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

এর আগে চলতি মাসেই হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া নিয়ে সরব হয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কোনও একটি ভাষাকে চাপানোর চেষ্টা করা হলে তা দেশের অখন্ডতাকে ধ্বংস করবে বলে অভিযোগ করেছিলেন তিনি।

You may also like