Home Entertainment M S Dhoni : রুপোলি পর্দায় ধোনির? তামিল ছবি দিয়ে পা রাখলেন এন্টারটেনমেন্ট দুনিয়ায়

M S Dhoni : রুপোলি পর্দায় ধোনির? তামিল ছবি দিয়ে পা রাখলেন এন্টারটেনমেন্ট দুনিয়ায়

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ভারতীয় দলের জুড়য়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে খেলা থেকে বিদায় নিয়েছেন অনেকদিন। এবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিরলেন এন্টারটেনমেন্ট দুনিয়াতে। তাও দক্ষিণ ভারতের ছবি প্রযোজনার হাত ধরে। দক্ষিনের সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠতা রয়েছে ধোনির। সেখানে তাকে ‘থালাইভা’ নামে ডাকা হয়। তাই ক্রিকেটের পর এবার তামিলনাড়ু সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে ধোনির প্রযোজনা সংস্থা এবার তামিল ছবির প্রযোজনায়।

স্ত্রীর সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের ওপর নির্ভর করে তৈরি হয়েছে একটি পারিবারিক ছবি। আর পাঁচটা পারিবারিক ছবির সঙ্গে নাকি ধোনি প্রযোজিত ছবির পার্থক্য অনেক। ধোনি এন্টারটেনমেন্ট ব্যানারে তামিল ছবিটি পরিচালনা করবেন রমেশ থামিলমনি। ইনিই সেই রমেশ যিনি লিখেছিলেন নয়া জমানার নোবেল গ্রাফিক অথর্ব। পর্যন্ত ছবিটা কে কে কাজ করবেন তা জানা যায়নি।

পরিচালকের কথা অনুযায়ী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্য পড়ে তিনি এতটাই উৎসাহিত। কারণ এটা একেবারে অন্যরকম গল্প। পারিবারিক গল্প হলেও এর রসদ রয়েছে পরিপূর্ণ। তবে তামিল ছবির হাত ধরে নিজের যাত্রা শুরু করলেও একাধিক ভাষাতে কাজ করার দিকে নজর রয়েছে ধোনির। কারণ তার লক্ষ্য সব ধরনের ছবির সঙ্গে রুদ্ধশ্বাস থ্রীলার।

You may also like