মহানগর ডেস্ক: ট্রোলড মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Trolled)! পাকিস্তানে বিয়ের আসরে মেরা দিল ইয়ে পুকারে আজা গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেদেশের আয়েষা (Ayesha Of Pakistan) নামে এক তরুণী। এবার তার গান রিমিক্স করায় দারুণভাবে ট্রোলড হলেন বলিউডের নায়িকা। গানটি ১৯৫৪ সালে নাগিন সিনেমার গান। সেসময় রঙিন ছবি হতো না। সাদা কালো ছবি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সুপার ডুপার হিট ছবির এখনও সেই গান মোহিত করে রাখে শ্রোতাদের। অভিনেত্রীর ইনস্টাগ্রামে নতুন করে সেই গান গেয়ে নাচের রিমিক্স করেছেন মাধুরী। ঝলমলে পোশাক পরে গান তা আপলোড করেছেন নায়িকা। নাচের সময় নাগিনের নাচ পুরোপুরি নিখুঁতভাবে অনুসরণ করেছেন তিনি। তবে তার সঙ্গে নিজস্ব কিছু স্টাইলের মিশ্রণও ঘটিয়েছেন। তাঁর এই নাচের ভিডিও দেখে কেউ কেউ প্রশংসায় কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন। আবার কেউ কেউ নানা টিপ্পনি কেটে মাধুরীর নাচের সমালোচনা করেছেন।
কেউ লিখেছেন এই ট্রেন্ডের ভিডিও নয় এটা। কোনও ইউজার লিখেছেন অত্যন্ত বিরক্তিকর। একজন আবার লিখেছেন তাঁর কাছ থেকে এমনটা আশা করা যায়নি। এর আগে বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ জনপ্রিয় গান মেরা দিল ইয়ে পুকারে আজা নিয়ে দারুণ একটি ভিডিও করেছিলেন। স্লো মোশানে গান গেয়ে নাচ করে প্রশংসা কুড়িয়েছিলেন ক্যাটরিনা কাইফ। পাউডার ব্লু শাড়ি পরে তাঁর নাচ দেখে চমৎকৃত হয়েছিলেন বহু ইউজার। বাড়তি হিসেবে তানজানিয়ান ইনফ্লুয়েন্সিয়াল কিলি পল ও তাঁর বোন নিমা পলের ভাইরাল হওয়া নাচ ইন্টারনেটের আকর্ষণ কেড়ে নিয়েছিল।
গানটি গেয়ে নভেম্বরের এগারো তারিখে প্রথম নেচেছিলেন পাকিস্তানের তরুণী আয়েষা। ডিজে উসমান রিমিক্স ছাড়ার পর তা ইউজারদের নজর কেড়ে নেয়। তারপরই লাহোরের পাক তরুণীর খ্যাতি উথলে ওঠে। তারপর থেকে অন্য নাচেও সমান খ্যাতি পান আয়েষা। বহু অনলাইন ইউজার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লাহোরের ওই তরুণীর নাচ পোস্ট করেন খ্যাতির আশায়। সম্প্রতি ড্যান্স রিয়েলিটি শো ঝলক দিখলা যা- সেশনে মাধুরী বিচারকের ভূমিকা নিয়েছিলেন। অক্টোবরের ছ তারিখে তাঁর সাম্প্রতিকতম ছবি মাজা মা আমাজন প্রাইমে ওটিটি প্ল্যাটফর্মে হিট করেছে।