Madhuri-Sanjay : শ্রীরাম নেনের জন্মদিনে সঞ্জয়ের সঙ্গে নাচলেন মাধুরী! ‘আখিয়া মিলাও কাভি’ কোমর দুলিয়ে ভুলেই গেলেন বরকে

40
শ্রীরাম নেনের জন্মদিনে সঞ্জয়ের সঙ্গে নাচলেন মাধুরী!

মহানগর ডেস্ক : নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘আখিয়া মিলাও কাভি’ যাতে নেচেছিলেন মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় কপুর। ‘রাজা’ ছবির এই বিখ্যাত গানে ফের কোমর দোলালেন দুই অভিনেতা। মাধুরীর বরের জন্মদিন সেলিব্রেশনের দিন পুরনো স্মৃতি তাজা করলেন এই দুই অভিনেতা আবার।

সঞ্জয় কাপুর নিজেই ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম থেকে। সঙ্গে লিখেছেন,’নব্বইয়ের দশকে ফিরে গেলাম। কী রাতটাই না ছিল’। ভিডিওতে দেখা যাচ্ছে হুবহু গানের স্টেপেই পা মেলালেন মাধুরী এবং সঞ্জয়। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন রিতেশ এবং জেনেলিয়াও। সবাই মিলে শ্রীরাম নেনের জন্মদিনের রাত মাতিয়ে দিলেন। তবে নাচতে নাচতে মাধুরী ভুলেই গেলেন বরকে।

ভিডিও শেয়ার হতেই মুহুর্তের মধ্যে অনুরাগীরা ভিড় জমান মন্তব্য করতে। কেউ লিখেছেন,’ দারুন’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন আগুন এবং হার্টের ইমোজি। সোনাল চৌহান লিখেছেন,’ হে ভগবান, এটা তো সোনা’। তবে এই প্রথমবার নয়। এর আগেও মাধুরী এবং তাঁর স্বামী শ্রীরাম ‘তাম্মা তাম্মা এগেইন’ গানে নেচে মুহূর্তে ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। সবাই বাহবা দিয়েছিলেন তাঁদের।

Madhuri-Sanjay