Hindi Medicine : ডাক্তারি প্রেসক্রিপশনের মাথায় লিখুন হরি ওম, হিন্দি নিয়ে দাওয়াই বিজেপি মুখ্যমন্ত্রীর
মহানগর ডেস্ক: হিন্দিতে নয় কেন? প্রেসক্রিপশনের (Write In Hori OM On Top Of Prescription) একেবারে মাথায় হিন্দিতে হরি ওম লিখবেন। তার নীচে লিখবেন ওষুধের নাম। হিন্দি ভাষাকে তুলে ধরতে এমনই দাওয়াই (Hindi Medicine) বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের ( BJP Ruled Madhya Pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। শনিবার রাজধানী ভোপালে ভারত ভবনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই দাওয়াই বাতলালেন তিনি।
তাঁর প্রশ্ন, ক্রোসিন ওষুধের নাম হিন্দিতে লিখলে সমস্যাটা কোথায়? জানান, তাঁর বেশি কিছু বলার নেই কারণ তাঁদের এটা করতে হবে। এর ফল হল হিন্দি বিশ্ববিদ্যালয়। সেটা বেশি না কম সফল হয়েছে কিনা, সেটা অন্য প্রশ্ন। বিজেপি মুখ্যমন্ত্রী বলেন, সরকার ইংরেজির বিরুদ্ধে নয়। তবে জাতীয় ভাষা নিয়ে সচেতনতা জরুরি। আজকের দিনে বহু মানুষই মনে করেন ইংরেজি ছাড়া কোনও কাজ হয় না। তিনি জানেন বহু মেডিকেল ছাত্র মেডিকেল কলেজ ছেড়ে দিয়েছেন কেননা তারা ইংরেজিটা ঠিক ভালোমতো জানে না।
বিজেপি মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরেন যেখানে তাদের নিজেদের ভাষায় কাজকর্ম চলে। তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে দারুণ উন্নতি করেছে। চৌহানের প্রশ্ন, রাশিয়া,জাপান,জার্মানি এবং চিনে কে ইংরেজিতে কথা বলেন। তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন, তখন তিনি হিন্দিতেই বক্তব্য রেখেছিলেন এবং যাঁরা ইংরেজিতে ভাষণ দিয়েছিলেন, তাঁদের থেকে অনেক বেশি বাহবা পেয়েছিলেন। তাঁর কথায়, এটা একটা সামাজিক বিপ্লব। কোনও কিছুই অসম্ভব নয়। তিনি যখন হিন্দিতে এমবিবিএস কোর্সের কথা ঘোষণা করেছিলেন, তখন কেউ কেউ আড়ালে হেসেছিলেন। কিন্তু তাঁরা তা করে দেখিয়েছেন।