মহানগর ডেস্ক: কল পাম্প করতেই বেরোচ্ছে হলদেটে জল। পুলিশের প্রথম অনুমান ছিল বোধ হয় দূষিত জল হবে, কিন্তু সেটা যে আস্ত একটা বেআইনি মোদের কল প্রথমে বুঝতেই পারেনি তাঁরা। কিন্তু পরে রহস্যের সমাধান করতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় মধ্যপ্রদেশের গুনা (Guna) জেলায় একটি জায়গায় বেআইনি মদ তৈরি ও ব্যবসা বন্ধ করতে বেশ কয়েকটি মদের ঠেকে (hooch den) হানা দিয়ে (raid) মধ্যপ্রদেশ (MadhyaPradesh) পুলিশ (police) তল্লাশি চালানোর সময় এই হ্যান্ড পাম্প এর (hand pump) সন্ধান পান। পাম্প করতেই কল থেকে জলধারার মতো বেরিয়ে আসে মদ(liquor)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
সূত্রের খবর, জেলা জুড়ে ক্রমশই বাড়ছিল বিষমদ তৈরীর ঠেক। জেলা পুলিশ সেই সন্ধান পেয়ে সোমবার দুটি দলে বিভক্ত হয়ে চাঁচড়া এবং রাঘোগড় গ্রামের কয়েকটি বিষমদের ঠেকে তল্লাশি অভিযান চালায়। সেখানেই তাঁদের চোখে পড়ে এই অভাবনীয় কায়দা। কল থেকে মদ বেরোতে দেখেই পুলিশ তল্লাশি চালিয়ে ওই কলের আশেপাশে মাটির ৭ ফুট নীচে কয়েক গ্যালন বেআইনি মদ ভর্তি কয়েকটি ট্যাংকের সন্ধান পায়। পুলিশ জানিয়েছে, বিক্রেতারা ওই কলের মাধ্যমে পাম্প করে মদ বের করে প্লাস্টিকের পাউচে ভরে বিক্রি করত। এছাড়াও গ্রামদুটিতে বেশ কয়েকটি মদ জমিয়ে রাখার কুঁড়েঘরেরও সন্ধান পেয়েছে। পুলিশি তল্লাশির খবর পেয়ে আগেভাগেই সেখান থেকে পালিয়ে যায় মদ বিক্রেতারা। তবে ৮ জনের বিরুদ্ধে বেয়ানী মদ তৈরির ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
প্রসঙ্গত, এই গ্রাম দুটিতে মূলত কানজার নামক স্থানীয় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের বাস। আর তাদের প্রায় প্রত্যেকটি পরিবারেরই পেশা এই বেআইনি মদ তৈরি ও বিক্রি করা। দীর্ঘদিন ধরেই তাই এই এলাকা পুলিশি তল্লাশির তালিকায় রয়েছে। তবে তল্লাশির খবর পেয়ে অভিযুক্ত আদিবাসীরা পার্শ্ববর্তী গভীর জঙ্গলে পালিয়ে যায় বলে জানা গেছে।