মহানগর ডেস্ক: ম্যাডোনা (Madonna) মানেই হট- সেনসেশন! তিনি কিছু করলেই ভক্তরা এককথায় পাগলামি শুরু করে দেন। কিন্তু কখনও কখনও এমন সব কাজকারবার করেন পপ-আইকন, যা দেখে তাঁর ভক্তরা অপ্রস্তুতের একশেষ হন। আর সোশ্যাল মিডিয়ায় ট্রোলড (Trolled) হন ম্যাডোনা। আসলে ম্যাডোনায় মানেই তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)। এবার ইনস্টাগ্রামে এমন এক রিল পোস্ট করেছেন যা দেখে একরকম মাথায় হাত পড়ে গিয়েছে ভক্তদের। সেই ভিডিওয় দেখা গিয়েছে কুকুরের জন্য জল রাখার পাত্র থেকে জল চাটছেন তিনি। গা রি রি করা ভিডিও দেখে ম্যাডোনা জাস্ট ট্রোলড।
অনেকে নাক কুঁচকে ঠোঁট উল্টে এমব্যারাসিং বলে কমেন্ট করে মুখ ফিরিয়ে নিয়েছেন। ম্যাডোনা এমন একজন পপ আইকন, যিনি সোশ্যাল মিডিয়ায় বিপুলভাবে আলোড়িত করেন তাঁর লক্ষ লক্ষ অনুগামীদের। কিন্তু এবারে কী যে করলেন পপআইকন, যার মাথামুণ্ডু খুঁজে পাচ্ছেন না তাঁর ফিদা হয়ে যাওয়া ভক্তরা। এবারের ইনস্টাগ্রামের রিল দেখে ঝাঁকেঝাঁকে ম্যাডোনা প্রেমীরা আন ফিলটার্ড ভিউ শেয়ার করেছেন এবং কমেন্ট সেকশনে নেতিবাচক মন্তব্য, যাতে মনে হতে পারে এবার না পপ-আইকনের আসন টলে যায়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শিরোনাম দিয়েছেন-গ্যারেজ ব্যান্ড। ভিডিও দেখা গিয়েছে ম্যাডোনা পরেছেন নিওন গ্রিন সোয়েটার, মেয়েদের স্যুট,হাঁটু অবধি বুট। ভিডিও চালু হতেই দেখা যাচ্ছে একটা নোংরা বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে পপ-আইকন। একটা সেলফে খাবারের আইটেম রয়েছে। তারপরই ভিডিও ঝাপসা হয়ে গিয়েছে। ভিডিও ফের চালু হতেই দেখা যাচ্ছে তিনি নীচু হয়ে কুকুরের জন্য রাখা জলের পাত্র থেকে জল চাটছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে-আই ওয়ান্না বি ইয়োর ডগ….। না, এটা কেউ নিতে পারছেন না।