Home Featured Eknath Shinde: নিয়ম ভেঙ্গেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, অভিযোগ দায়ের করল সমাজকর্মী

Eknath Shinde: নিয়ম ভেঙ্গেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, অভিযোগ দায়ের করল সমাজকর্মী

by Anamika Nandi
Eknath Shinde: নিয়ম ভেঙ্গেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, অভিযোগ দায়ের করল সমাজকর্মী

মহানগর ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠল নিয়ম ভঙ্গের অভিযোগ। ঔরঙ্গাবাদে দু’দিনের সফরে গিয়েছিলেন একনাথ শিণ্ডে (Eknath Shinde)। সূত্র অনুযায়ী, বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেই সময় রাত ১০টার পরে লাউডস্পিকার বাজানো হয়েছিল সেখানে। যা নিয়মবিরুদ্ধ।।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক সমাজকর্মী। অভিযোগকারীর দাবি, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করেছেন শিণ্ডে। আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ক্রান্তি চকের ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির কাছে রাত ১০টা থেকে ১১টার মধ্যে বক্তৃতা দেওয়ার হলে, তা মাইক্রোফোনের মাধ্যমে দিতে হবে।

বিরোধী দলনেতা অজিত পাওয়ারও নিয়ম ভঙ্গের অভিযোগে শিণ্ডেকে কটাক্ষ করে বলেন, “যদি রাজ্যের প্রধানই নিয়ম ভাঙ্গেন তাহলে সেখানকার পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার কি করবেন?” একদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে। যিনি এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছেন। অন্যদিকে তাঁর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

শিণ্ডের বক্তব্য, প্রতিদিন সকাল ৮টায় যে লাউডস্পিকার বাজত, এখন তা বন্ধ হয়ে গিয়েছে। নাম না করেই শিবসেনা সাংসদকে আক্রমণ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৪ আগস্ট পর্যন্ত তাঁকে ইডির হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। এই আবহে একনাথ শিণ্ডের বিরুদ্ধে রাত ১০টার পর লাউডস্পিকার বাজানো ও নিয়ম লঙ্ঘের অভিযোগ উঠেছে।

You may also like