Home Featured Eknath Shinde: ‘বিদ্রোহী বিধায়কদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার’, দাবি শিন্ডের

Eknath Shinde: ‘বিদ্রোহী বিধায়কদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার’, দাবি শিন্ডের

by Anamika Nandi
Eknath Shinde: 'বিদ্রোহী বিধায়কদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার', দাবি শিন্ডের

মহানগর ডেস্ক: মহাসংকটে মহারাষ্ট্রের শিবসেনা-NCP-কংগ্রেসের জোট। শনিবার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে (Eknath Shinde) অভিযোগ করেছেন, উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন সরকার তাঁর পরিবার এবং তাঁর সঙ্গে থাকা বিধায়কদের নিরাপত্তা প্রত্যাহার করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে (Maharashtra CM) উদ্দেশ করে একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অভিযোগ জানিয়ে লিখেছেন, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল, পুলিশের ডিজিপি রজনীশ শিন্ডে এবং সমস্ত পুলিশ বিদ্রোহী বিধায়কদের পরিবারের সদস্যদের সুরক্ষা প্রত্যাহার করেছে। তাঁর কথায়, এটি বেআইনি। প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘এনসিপি এবং আইএনসি গুন্ডাদের সমন্বয়ে গঠিত এমভিএ সরকারের দাবি মানতে রাজি নই আমরা’।

শিন্ডের কথায়, এমভিএ জোটের দলগুলি বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সহিংসতার পথ অবলম্বন করছে। তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, বিধায়কদের পরিবারের সদস্যদের কোনও ক্ষতি হলে দায়ী থাকবে এনসিপি’র প্রধান শরদ পাওয়ার সহ সঞ্জয় রাউত এবং মহা বিকাশ আঘাদির অন্যান্য শীর্ষ নেতারা। তবে এদিকে মহারাষ্ট্র সরকার এই এইধরনের কোনও আদেশ জারি করা হয়নি বলে জানিয়েছে।

আরও পড়ুন: সায়গল-এনামুলের যোগাযোগের প্রমাণ, আদালতে ১৪ পাতার কল রেকর্ড জমা দিল CBI

স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল বলেছেন, মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র দফতর কোনও বিধায়ককে নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দেয়নি। টুইটারের মাধ্যমে যে অভিযোগগুলি করা হচ্ছে, তা ভুয়ো এবং সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে রাউত বলেছেন, ‘আপনি একজন বিধায়ক, তাই আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আপনার পরিবারের সদস্যদের জন্য একই ব্যবস্থা করা যাবে না’। আজ দুপুরে দলের কার্যনির্বাহী বৈঠকের আগে উদ্ধব ঠাকরে সরকারের বিরুদ্ধে নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ এনেছেন শিন্ডে।

এদিনের বৈঠকে দলের সম্প্রসারণ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। পার্টি অনেক বড়। এত সহজে তা হাইজ্যাক করা সম্ভব নয়। রক্ত ঝরিয়ে এই দল তৈরি হয়েছে বলে, মন্তব্য রাউতের।

You may also like