Home Featured Maharashtra Crisis: মহানাটকে নয়া মোড়, গুয়াহাটির হোটেল বুকিং বাড়াল বিদ্রোহী শিবির

Maharashtra Crisis: মহানাটকে নয়া মোড়, গুয়াহাটির হোটেল বুকিং বাড়াল বিদ্রোহী শিবির

by Anamika Nandi
Maharashtra Crisis: মহানাটকে নয়া মোড়, গুয়াহাটির হোটেল বুকিং বাড়াল বিদ্রোহী শিবির

মহানগর ডেস্ক: মারাঠা (Maharashtra)রাজনীতিতে মহানাটক। সম্প্রতি বিধান পরিষদে বিজেপির কাছে হেরে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন একনাথ শিন্ডে (Eknath Shinde) সহ বেশকিছু বিধায়ক। যা নাড়িয়ে দিয়েছে মহা বিকাশ আঘাদি সরকারকে (MVA)।

এমনকি এর আঁচ পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিজেপি সূত্রে, উদ্ধব সরকারের বিরুদ্ধে যে কোনও সময় আসতে পারে অনাস্থা প্রস্তাব। অন্যদিকে জানা গিয়েছে, গুয়াহাটির হোটেলের বুকিং ৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে বিদ্রোহী শিবির। এদিকে সূত্র অনুযায়ী, শিন্ডে শিবিরে যোগ দিতে চলেছেন আরও এক শিবসেনা বিধায়ক।

এক সপ্তাহ পার হয়ে গেলেও মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আদৌ এর সমাধান হবে কিনা, তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। সূত্র অনুযায়ী, আরও এক শিবসেনা বিধায়ক যোগ দিতে চলেছে শিন্ডে শিবিরে। যদিও বা তাঁর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। অন্যদিকে জানা গিয়েছে, গুয়াহাটির হোটেলের বুকিং ৫ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বিদ্রোহী শিবির।

আরও পড়ুন: আবাস যোজনার টাকা না দিলে আমি নিজে দিল্লি যাব, দেখি ওঁরা কী করে!: মমতা

একদিকে বিদ্রোহীদের মন্ত্রিসভা থেকে সরিয়ে চাপ তৈরির চেষ্টা করেছিল ঠাকরে সরকার। কিন্তু কৌশল করে তার পাল্টা জবাব দিয়েছে শিন্ডে শিবির। সোমবার শীর্ষ আদালতে তারা জানিয়েছে, এমভিএ সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বিদ্রোহী শিবিরের ১৬ জন বিধায়ককে পদ খারিজের নোটিস পাঠিয়েছিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার। সোমবারের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছিল। পরে সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েছে বিক্ষুব্ধ শিবির এবং সময়সীমা আগামী ১২ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

বিচারপতি সূর্যকান্ত এবং জে বি ডিভিশন বেঞ্চ বিদ্রোহী বিধায়কদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে ঠাকরে সরকারকে। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রতি মুহূর্তে নয়া মোড় নিচ্ছে মারাঠা রাজনীতি।

You may also like