Home Entertainment Mahesh Babu : পিতৃহারা মহেশ, মারা গেলেন বর্ষিয়ান অভিনেতা কৃষ্ণ

Mahesh Babu : পিতৃহারা মহেশ, মারা গেলেন বর্ষিয়ান অভিনেতা কৃষ্ণ

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : প্রয়াত বর্ষিয়ান দক্ষিণী অভিনেতা কৃষ্ণ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তেলেগু সিনেমা জগতের অন্যতম সুপারস্টার কৃষ্ণ প্রয়াত হন মঙ্গলবার হায়দ্রাবাদে। তবে অভিনেতার আরেকটি পরিচয় রয়েছে। তার ছেলে তেলেগু সিনেমা জগতের বর্তমান খ্যাতনামা অভিনেতা মহেশ বাবু। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর।

অভিনেতা নিখিল সিদ্ধার্থ টুইটার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন,’ সত্যিই হৃদয়বিদারক। আমাদের সুপারস্টার কৃষ্ণ গুরু প্রয়াত। লেজেন্ড আইকন এবং সিনেমা জগতের অন্যতম আদর্শ মানুষ। আমরা আপনাকে খুব মিস করবো। আপনার পরিবারকে সহমর্মিতা জানাই’।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবুনাইডু অভিনেতার প্রয়াণে টুইট করেছেন। লিখেছেন,’ এমপি এবং অভিনেতা কৃষ্ণ গুরুর প্রয়াণে শোকোস্তব্ধ। তিনি আদ্যপ্রান্ত এক ভদ্র মানুষ ছিলেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে জয় করেছিলেন। পরিচালনা এবং প্রযোজনা কৃতিত্বের ছাপ রেখেছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে’।

সূত্রের খবর অনুযায়ী গতকাল রাত্রে হাসপাতালে অজ্ঞান অবস্থায় আনা হয়েছিল তাকে। একাধিকবার সিপিআর দেওয়া হয়েছিল। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

You may also like