Home Entertainment MahishasurMarddini : প্রকাশ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছবি মহিষাসুরমর্দিনীর পোস্টার, শেয়ার করলেন শাশ্বত

MahishasurMarddini : প্রকাশ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছবি মহিষাসুরমর্দিনীর পোস্টার, শেয়ার করলেন শাশ্বত

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : প্রকাশ্যে এল মহিষাসুরমর্দিনী ছবির পোস্টার। আগামী ১১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যে বিশ্বের দরবারে একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এই ছবি।

রঞ্জন ঘোষ পরিচালিত ইনি ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের ,ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়। যুগ যুগ ধরে চলা নারীদের সঙ্গে অন্যায়, যা আজও অব্যাহত সেই গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। নিজের ইনস্টাগ্রামে শাশ্বত চট্টোপাধ্যায় ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন,’ আপনাদের জন্য। আমরা আসছি ১১ নভেম্বর সঙ্গে থাকবেন’।

ইতিমধ্যে ব্যাঙ্গালোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে মহিষাসুরমর্দিনী। সেখানে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে এই ছবি। চীন, জাপান, ফিলিপিন্স, কাজাকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ,রান ইজরাইল , বাংলাদেশ একাধিক দেশের সঙ্গে পাল্লা দিয়েছে এই ছবি।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নেট মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করেছেন। সেই সঙ্গে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রেক্ষাগৃহে যাতে তারা এই নতুন ছবি দেখতে আসেন।

You may also like