Home Featured MALBAZAR : মাল নদীতে উদ্ধারকারীদের চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

MALBAZAR : মাল নদীতে উদ্ধারকারীদের চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

by Arpita Sardar
mamata banarjee, malbazar, harpa ban, rescuer get respect

মহানগর ডেস্কঃ সোমবারই উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া দশমীর রাতে মাল নদীর হড়পা বানে মৃত ৮ জনের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। ওই দুর্ঘটনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয়ে মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০০০০ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। পুজোর পরে উত্তরবঙ্গ সফরে গিয়ে সোমবারই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুচি অনুযায়ী মঙ্গলবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল। সেই সূচীতে বদল ঘটিয়ে সোমবারই মালবাজারের স্বজনহারাদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সহ অন্যান্যরা।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করেন জলপাইগুড়ি জেলার মালবাজারে। সেখানে আমন্ত্রণ জানানো হয় মালবাজারের বিসর্জন বিপর্যয়ের ঘটনায় উদ্ধারকারীদের। তাঁদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের প্রত্যেককে সম্মান জানানো হয়। উদ্ধারকাজে যেসব সাধারণ মানুষ জীবন বাঁচাতে নেমেছিলেন তাঁদের প্রত্যেকের হাতে স্মারক এবং এক লক্ষ টাকা তুলে দেন। পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী নিজে। তাঁদের কাজের খোঁজ খবরও নেন তিনি। উদ্ধারকারীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি চাকরির খোঁজ খবর নেন তিনি। এমনকি উদ্ধারকারীরা সিভিক ভলান্টিয়ারের কাজ করতে চান কিনা সে বিষয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাকরির আশ্বাস পেয়ে যথেষ্টই খুশি উদ্ধারকারীদের পরিবার।

You may also like