Home Entertainment Malaika Arora : অর্জুনকে নয়, চোখ খুলেই প্রথম আররাজকে দেখলেন মালাইকা

Malaika Arora : অর্জুনকে নয়, চোখ খুলেই প্রথম আররাজকে দেখলেন মালাইকা

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : চলতি বছরের শুরুতেই বীভৎস গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন মালাইকা অরোরা। অবস্থা প্রায় এমন হয়েছিল যে তার দুটি চোখ নষ্ট হয়ে যেতে বসেছিল। যদিও চিকিৎসকদের তৎপরতায় এটি রক্ষা করা গেছে। অস্ত্রোপচার হয়েছে তার চোখে। তবে অভিনেত্রীর চিন্তা ছিল আবার সবকিছু দেখতে পাবেন কিনা। যেদিন ব্যান্ডেজ খোলা হয় সেদিন দুরুদুরু বুকে চোখ চাইতে প্রথম যে দৃশ্য দেখেছিলেন তার জন্য এতোটুকু প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। অর্জুন নয় বরং তার সামনে দাঁড়িয়ে রয়েছেন তার প্রাক্তন স্বামী আরবাজ। উত্তরের জন্য চমকে গিয়েছিলেন মালাইকা নিজেও।

সম্প্রতি শুরু হওয়া মুভিং ইন উইথ মালাইকা অনুষ্ঠানে নিজের পুরনো গল্প বলেছেন তিনি। সেখানেই উঠে এসেছে এই সাম্প্রতিক ঘটনা। যদিও সেদিন আরবাজকে দেখে খুব স্বস্তি পেয়েছিলেন মালাইকা। তাকে ধন্যবাদ জানিয়েছিলেন দেখতে আসার জন্য। যদিও সে নিয়ে রসিকতা করতে ছাড়েনি প্রাক্তন স্বামী। অভিনেত্রীকে জিজ্ঞেস করেন,’ কী ভাবছো? অস্ত্রোপচারের পর অতীতে ফিরে গেছো’? যদিও সেই কথা বলতে বলতে হাসছিলেন মালাইকা। হাসছিলেন পাশে বসা ফারহা খানও।

মালাইকা দুর্ঘটনার স্মৃতি হাতড়ে তাঁকে বললেন, “সেই মুহূর্তে মনে হয়েছিল দৃষ্টিশক্তি হারালাম। কোনও কিছুই দেখতে পাইনি চোখে কয়েক ঘণ্টা। এত কাচের টুকরো ভেঙে ঢুকে গিয়েছিল চোখে! আর এত রক্ত যে, মনে হচ্ছিল আমি বাঁচব না। আরহানকে আর দেখতে পাব না। এর পরই হাসপাতালে জ্ঞান ফেরে।”

চোখ মেলে যখন দেখলেন আরবাজ তাঁকে জিজ্ঞাসা করছেন, “দেখতে পাচ্ছ? বলো, ক’টা আঙুল?” মালাইকা প্রথমে ভেবেছিলেন, কেন এমন হচ্ছে? এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, আগের সময়ে ফিরে গিয়েছেন। তাঁর পরিবার এখন আরবাজ় আর আরহান। সেই উপলব্ধি আতঙ্কের মুহূর্তে শান্তি দিয়েছিল বলেই জানান অভিনেত্রী।

You may also like