Home Entertainment Malaika Arora : ফের দ্বিতীয়বার কি বিয়ে করছেন মালাইকা? পোস্ট ঘিরে জল্পনা

Malaika Arora : ফের দ্বিতীয়বার কি বিয়ে করছেন মালাইকা? পোস্ট ঘিরে জল্পনা

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বলিউডের ফের বিয়ের সানাই বাজলো বলে। এবার বোধহয় দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা। নিজের লাজুক হাসির একটি ছবি দিয়ে অন্তত তেমনটাই বোঝাতে চাইলেন তিনি। পাত্র নিশ্চয়ই অর্জুন কাপুর। যদিও খোলামেলাভাবে কিছুই বলেননি তিনি। পুরোটাই রেখেছেন ধাঁধার মধ্যে।

নিজের একটি লাজুক হাসির ছবি দিয়ে মালাইকা লিখেছেন,’ আমি হ্যাঁ বললাম’। ব্যাস এইটুকুই। কারো নাম নেননি তিনি। বৃহস্পতিবার সকাল তারিখ পোস্ট করে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। নতুন করে কি আবার কাউকে হ্যাঁ বলতে চলেছেন তিনি। নাকি পাত্র সেই চেনাই। তবে অনুরাগ এদের অনুমান দীর্ঘদিনের সম্পর্ক বুঝি এবার পূর্ণতা পেতে চলেছে। অর্জুন হয়তো বিয়ের প্রস্তাব দিয়েছে তাকে ।তা না হলে এমন বাজে ডাঙ্গা ছবি বোধহয় নিশ্চয়ই দিতেন না অভিনেত্রী।
মহানগর ডেস্ক : বলিউডের ফের বিয়ের সানাই বাজলো বলে। এবার বোধহয় দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা। নিজের লাজুক হাসির একটি ছবি দিয়ে অন্তত তেমনটাই বোঝাতে চাইলেন তিনি। পাত্র নিশ্চয়ই অর্জুন কাপুর। যদিও খোলামেলাভাবে কিছুই বলেননি তিনি। পুরোটাই রেখেছেন ধাঁধার মধ্যে।

নিজের একটি লাজুক হাসির ছবি দিয়ে মালাইকা লিখেছেন,’ আমি হ্যাঁ বললাম’। ব্যাস এইটুকুই। কারো নাম নেননি তিনি। বৃহস্পতিবার সকাল তারিখ পোস্ট করে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। নতুন করে কি আবার কাউকে হ্যাঁ বলতে চলেছেন তিনি। নাকি পাত্র সেই চেনাই। তবে অনুরাগ এদের অনুমান দীর্ঘদিনের সম্পর্ক বুঝি এবার পূর্ণতা পেতে চলেছে। অর্জুন হয়তো বিয়ের প্রস্তাব দিয়েছে তাকে ।তা না হলে এমন বাজে ডাঙ্গা ছবি বোধহয় নিশ্চয়ই দিতেন না অভিনেত্রী।

আবার অনেকে মনে করছেন এতদিন পর মনে হয় পূর্ণাঙ্গ ছবির নায়িকা হিসেবে প্রস্তাব এসেছে তার। আপাতত এই দুই কথাই ঘুরেফিরে বেড়াচ্ছে নেটিজেনদের মনে। কারণ লাজুক ছবি দিলেও অনুরাগীরা এটা খেয়াল করেছেন তার হাতে কোন আংটি নেই। অর্থাৎ মালাইকার বা হাতে রয়েছে ট্যাটু। কোন ঝকঝকে আংটি অন্তত দেখা যায়নি। এই নিয়ে রয়েছে সংশয়।

২০১৯ সাল থেকে সম্পর্কে আছেন মালাইকা আর অর্জুন। আনুষ্ঠানিক ভাবে সম্পর্ককে সিলমোহর দেননি এখনও। প্রাক্তন স্বামী আরবাজ় খানের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদ হওয়ার কিছু সময় পর থেকেই জুটিকে একসঙ্গে দেখা যায়। ১২ বছরের বয়সের ব্যবধান সত্ত্বেও দু’টিতে জীবন উপভোগ করেন অবাধে। তবে সব সময়ে একে অপরকে আঁক়ড়ে থাকেন, এমনও নয়। কর্মজীবনের ব্যস্ততার মাঝে ঝরঝরে বন্ধুত্ব ধরে রেখেছেন তাঁরা। গত মাসে ৪৯ বছরে পা দিয়েছেন ছাঁইয়া ছাঁইয়া অভিনেত্রী। জন্মদিনে মালাইকাকে শুভেচ্ছা জানিয়ে অর্জুন লিখেছেন, ‘এমনই থেকো, নিজের মতো। খুশি থেকো আমার অর্ধেক হৃদয়, আমার হও।’ সঙ্গে হৃদয় এঁকে জানিয়েছেন, ‘আমি শুধু তোমার’।

You may also like