মহানগর ডেস্ক : বলিউডের আইটেম সং মানেই সেটা যেন মালাইকার জন্যই তৈরি হয়। আর তার থেকে বেশি ভালো আইটেম সঙ্গে কোমর দোলাতে পারেন এমন অভিনেত্রী খুঁজে পাওয়া মুশকিল। সেই ছাইয়া ছাইয়া থেকে মুন্নি বদনাম একের পর এক গানে নাচতে বাধ্য করেছেন সাধারণ মানুষকেও। ফের আরেকটি ছবিতে দেখা যাবে তাকে।
ডক্টর জি তেমনভাবে সফল না হলেও থেমে নেই আয়ুষ্মান খুরানা। আনন্দ এল রাইয়ের সঙ্গে তার পরবর্তী ছবি অ্যান অ্যাকশন হিরো ছবির কাজে ইতিমধ্যে নেমে পড়েছেন তিনি। আর সেখানে একটি আইটেম সংয়ে কোমর দোলাবেন মালাইকা অরোরা। তবে তিনি একা নন, মালাইকার সঙ্গে এবার দেখা যাবে আয়ুষ্মানকেও।
তবে আইটেম নাম্বারে কোমর দোলানো ছাড়াও সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন মালাইকা। ধোঁয়াশায় ঢাকা একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যেখানে কালকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন,’ আমি হ্যাঁ বলেছি’। সঙ্গে নিজের একটি লাজুক ছবি দিয়েছেন। তবে এই ছবির মাধ্যমে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে ঘুম ছুটেছে নেট নাগরিকদের। কেউ বলছেন,’ হয়তো অর্জুনের সঙ্গে এবার দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি’। আবার কেউ বলছেন,’ অভিনেত্রের আঙুল ফাঁকা। তাই হয়তো নতুন কোন ছবিতেই লিড রোলে দেখা যেতে পারে তাকে’।