Home উত্তরবঙ্গ MALDA STUDENT DEATH: মালদায় স্কুলের শৌচালয়ের পাঁচিল ভেঙে ছাত্র মৃত্যু, ভাঙচুর চালায় জনতা

MALDA STUDENT DEATH: মালদায় স্কুলের শৌচালয়ের পাঁচিল ভেঙে ছাত্র মৃত্যু, ভাঙচুর চালায় জনতা

by Arpita Sardar
student death, malda, scholl wall breaking

মহানগর ডেস্কঃ স্কুল চলাকালীন শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। মালদার বাঙ্গিটোলার একটি স্কুলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ওই ঘটনায় স্কুলের একাদশ শ্রেণির অপর এক ছাত্রও গুরুতর জখম হন। ছাত্রের মৃত্যুর পরেই মোথাবাড়ির বাঙ্গিটোলা সরকারি হাইস্কুলে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

স্কুলের ছাত্রদের সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ স্কুলের শৌচালয়ের পাঁচিল ভেঙে পড়ে। পাঁচিলের নিচেই চাপা পড়ে জিসান শেখ এবং জিসান মোমিন নামে দুই ছাত্র। ইট-পলেস্তারা ইত্যাদি সরিয়ে তাঁদের উদ্ধার করে অন্য ছাত্ররা। চিকিৎসার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় বাঙ্গিটোলা হাসপাতালে। সেখানেই দুজনের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই ছাত্রকে আনা হলে একজন ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্য ছাত্রের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সরকারি স্কুলে শৌচালয়ের মধ্যে হওয়া এই দুর্ঘটনায় একাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুতে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। এরপরেই বাঙ্গিটোলা হাইস্কুলে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ক্রমাগত পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে থাকে। জনতাকে ছত্রভঙ্গ কোর্টে একসময় কাঁদানে গ্যাসের শেল ফাটাতেও হয় পুলিশকে। পালটা জনতার ছোঁড়া ইটের ঘায়ে জখম হন মোথাবাড়ি থানার ওসি সহ ৭ জন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শিক্ষকরা ছাত্রের এই দুর্দশা দেখার পরেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি। পাশাপাশি তাঁরা এও দাবি করেছেন, বেশ কয়েকদিন থেকেই শৌচালয়ের ওই দেওয়াল ভগ্ন অবস্থায় ছিল। স্কুল কর্তৃপক্ষ সে ব্যাপারে ছিল উদাসীন। ছাত্র মৃত্যুর পরেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রয়া পাওয়া যায়নি।

You may also like